আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী ব্লগার ভাইরা মায়ের(দেশের) শত্রুদের বিরুদ্ধে ছড়িয়ে যান

ছেলে হোক মেয়ে হোক সুস্থ ব্লগারই যথেষ্ট বাংলাদেশী ব্লগার ভাইরা দেশের শত্রুদের বিরুদ্ধে ছড়িয়ে যান। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ছিল পাকিস্তান এবং সবচেয়ে বড় বন্ধু ভারত। কিন্তু এখন ভারতের কিছু রাজনীতিবিদ এবং ব্যবসায়ী আমাদের সাথে যা করছে তা আমরা জানি। যেসব ভারতপ্রেমীরা জানেন না তাদের জন্য নিচে তুলে দিলাম: ১) বিএসএফের গুলিতে মরছে শত শত বাংলাদেশী। ২) বাংলাদেশের কোন চ্যানেল নেয় না কিন্তু ওদের চ্যানেল ঠিকই পাঠিয়ে দেয়।

৩) বাংলাদেশের সাথে কোন চুক্তি হলে কিভাবে বাংলাদেশের ক্ষতি করা যায় তার পুরো প্রিপারেশন নিয়ে আসে। যেমন টিপাইমুখ বা তিস্তা চুক্তি। ৪)বাংলাদেশের সরকারও ভারতপন্থী সরকার(এটা অবশ্য আমাদের দোষ) ৫)বাংলাদেশের অনেক জমি এখন ভারতের দখলে। ৬) বাংলাদেশর কয়েকশ ধরণের পন্য ভারতে ব্যানড। আর এখন তো ওরা বাংলাদেশকে দখল করার স্বপ্ন দেখছে।

যাই হোক আমি বলছি না সব ভারতীয় খারাপ, কিন্তু সুযোগ দিলে তো ওরা বেনিফিট নেবেই। আমাদের উচিৎ ওদের সুযোগ না দেয়া। ভারতীয় পণ্য বর্জনের সাথে সাথে আমাদের ওদের বিরুদ্ধে ছড়িয়ে যেতে হবে। ব্লগের মাধ্যমে সেটা সম্ভব। সাধারণ ভারতীয়রা জানেই না ওদের সরকার আমাদের সাথে কি করছে।

আমাদের উচিৎ ওদের ব্লগে গিয়ে সবকিছু শেয়ার করা এবং ওদের জানিয়ে দেয়া যে, যে মায়ের সাহায্য করার জন্য মাথা নুয়িয়ে ওদের সম্মান করেছি, সে মায়ের ওপর আচ লাগলে মাথা কেটে ফেলতে দ্বিধা করবনা। নিচের লিংকে ক্লিক করে ওদের শয়ের বেশি ব্লগে যেতে পারবেন http://www.invesp.com/blog-rank/India#google1 । আমার লিংক কাজ করে না তাই ওয়েবসাইটটি কপি পেষ্ট করে যান এবং ওখানে লিংক সহকারে সকল ভারতীয় ব্লগের নাম দেয়া আছে। রেজিস্টার করুন বিশেষ করে যেগুলো বেশি ফেমাস। ওয়েবসাইটটিতে রাংক আছে।

সবচেয়ে বড় কথা আমাদের ব্লগে বা ওদের ব্লগে আমরা কখনই আমরা ভারতকে গালি দেব না কারণ একটা দেশকে গালি দেয়া কারও মাকে গালি দেওয়ার সমান। ভদ্র ভাষায় সবকিছু লিখতে হবে এবং ওদের ব্লগে ছড়িয়ে পরতে হবে যেমন করে ওদের অনুষ্ঠান এবং পণ্য আমাদের দেশে ছড়িয়ে পরেছে। বিদেশী পণ্য বর্জনের কথাটা আরেকবার মনে করিয়ে দিলাম। সবাই অনেক অনেক ভাল থাকবেন এবং মাকে (দেশকে) ভাল রাখবেন। মনে রাখতে হবে, মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালবাসায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.