আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী বাঙালী নই - আমি বাংলাদেশী সিলটি

জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি

৫ বছর কাজ করার পর পেশার খাতিরে আমাকে কলেজে ভর্তি হতে হলো। রীতিমতো ফুলটাইম স্টুডেন্ট। তিনদিন পড়াশুনা করি আর দুদিন কাজ করি। প্রথম সেমিস্টার শুরু হয়েছে যথারীতি। চাইল্ড প্রটেকশন নিয়ে পড়াশুনা করছি কমিউনিটি সার্ভিসে।

লোকাল স্টুডেন্ট আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মিলে সাড়া ক্যাম্পাস সয়লাভ। আমাদের ক্লাসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেউ নাই। আমিই একমাত্র বাংলাদেশী চেহারার ছাত্র। ****************** দ্বিতীয় সপ্তাহের ঘটনা। আমি একদিন আমার ডিপার্টমেন্টের বিল্ডিং থেকে বের হচ্ছি।

হঠাৎ একজন বাঙালী চেহারার ভদ্রলোকের সাথে পরিচয়। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট । পরিচয় পর্বটা এতোটাই চমকপ্রদ যে আমাকে নিজের পরিচয়টা এভাবেই দিতে হলো। ************ বাঙালী ভদ্রলোক: হাই । হাউ আর ইউ মাইট? হোয়ার আর ইউ ফ্রম? আমি: আই এম ফ্রম বাংলাদেশ।

এন্ড ইউ? বাঙালী ভদ্রলোক: আমিও বাংলাদেশ থেকে। বাহ্। তো আপনার বাড়ি বাংলাদেশের কোথায়? আমি: আমার বাড়ি সুনামগন্জ, সিলেট। আপনার ? বাঙালী ভদ্রলোক: আমার বাড়ি ঢাকা - খিলক্ষেত। তো আপনি তো লন্ডন থাকার কথা এখানে কেন আসলেন? আমি: আপনাদের বাঙালীদের এই হচ্ছে সমস্যা।

আপনারা সিলেটি দেখলেই খ্যাপানো শুরু করেন - আপনাদের তো লন্ডন থাকার কথা বলে। বাঙালী ভদ্রলোক: তো আপনারা কি বাঙালী না? আমি: না আমরা বাঙালী না। আমরা বাংলাদেশী সিলটি। সিলটি বলেই আপনাদের মতো এতো খুচিয়ে খুচিয়ে আঞ্চলিকতা বের করি না আর কারো ভৌগলিক অবস্থান কে কঠাক্ষ করি না। বাঙালী ভদ্রলোক কোন কথা না বলে চলে গেলেন।

আমিও আমার পথে চললাম ...............................


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.