আমাদের কথা খুঁজে নিন

   

একজন বাংলাদেশী হিসাবে যতটুকু গর্ব করি, তারচেয়ে অনেক অনেক লজ্বা হচ্ছে একজন বাংলাদেশী হিসাবে, যেখানে মরাটা আমাদের স্বাভাবিক কিন্তু বেচে থাকাটা অস্বাভাবিক।

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা। আমরা শোকাহত, আমি শোকাহত, আমারা বাকরদ্ধ, আমাদের বলার ভাষা নাই। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, প্রশ্ন উঠবে দূর্ঘটনা নাকি হত্য, আর কত দুর্ঘটনা দেখতে হবে আমাদের, এটা দুর্ঘটনা না হত্যা। কেউ কেউ মানবতার সেবায় এগিয়ে আসবে, আবার কেউ কেউ এনিয়ে রাজনৈতিক ফায়দা লুটাতে ব্যস্ত হবে।

সচেতন মহল থেকে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবী করা হবে, সরকার বলবে এত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিছুদিন পর বলা হবে তদন্ত জোরেশোরে চলছে। স্বজনহারাদের ক্ষতিপ‌ূরন দিব বা দিচ্ছি এরকম চলবে কিছুদিন। এরপর হয়ত শুনবো ঘটনার মূলহোতাকে খুজে পাওয়া যাচ্ছে না।

আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। এভাবে কিছুদিন চলবে। আগের দুর্ঘটনার কথাও কেউ কেউ তুলবেন। নানা প্রশ্ন উঠবে। এভাবে চলতে চলতে আবার নতুন কোন ঘটনার জন্ম হবে।

জনতার চোখ এবার নতুন দিকে। আবার আন্দোলন হবে। আবার একই কথার পুনরাবৃত্তি হবে। আমরা শোকাহত, তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই। আমরা প্রতিবাদ জানিয়েই যাব আর আমাদের রাজারাও আমাদের আশার বানী শুনিয়ে যাবেন।

রাজারা বলবেন তদন্ত চলছে এবং চলতে থাকবে। খবরে দেখলাম গত দেড় বছরে ৩০০ এর অধিক লোক মারা যায় ভবন ধ্বসে। আজ পর্যন্ত কোন সরকারকেই দেখলাম না কোন দুর্ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নিতে। এ নারকীয় হত্যা চলছে আর এর হোতা তাজনীণ গার্মন্টস বা সোহেল রানারা দিব্যি রাজাদের ছত্রছায়ায় রাজার হালেই থাকছেন। সাগর রুনী হত্যার তদন্ত এখনও চলছে।

একটা কথা না বলে পারছিনা, আমাদের প্রায় সব স্বরাষ্টমন্ত্রীকেই দেখলাম বিবেকহারা অপদার্থ। সারা দেশ আজ শোকে মাতম, বাংলার আকাশে বাতাসে লাশের গন্ধ। আর আমাদের বেলাজ কুজন্মা স্বরাষ্টমন্ত্রী ইহা কি কহিল, বিএনপি জামাত নাকি হরতালে পিলার ধরে টানাটানিতে এ ভবন ধ্বস। একজন বাংলাদেশী হিসাবে যতটুকু গর্ব করি, তারচেয়ে অনেক অনেক লজ্বা হচ্ছে একজন বাংলাদেশী হিসাবে, যেখানে মরাটা আমাদের স্বাভাবিক কিন্তু বেচে থাকাটা অস্বাভাবিক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.