আমাদের কথা খুঁজে নিন

   

আইরিশ মিথলজির আলোচিত চরিত্র সমূহ --প্রথম পর্ব

The Banshee আইরিশ মিথলজির অন্যতম রহস্য চরিত্র The Banshee বা মৃত্যুদূত। বিখ্যাত মানুষদের মৃত্যুর আগে দেখা দেয় সে,কান্নার করুণ সুরে বুঝিয়ে দেয় কারো মৃত্যু আসন্ন। প্রচলিত আছে আইরিশদের কেউ মারা গেলে তার ফিউনিরালে একজন মহিলা আনা হয় যে করুণ সুরে বিলাপ করবে। আইরিশ ভাষায় সেইসব মহিলাদের caoineadh বা "keeners" বলা হয়। যে যত ভাল "keeners" তার তত ডিমান্ড।

আইরিশদের মধ্যে বিখ্যাত পাঁচটি পরিবার the O'Gradys, the O'Neills, the Ó Briains, the Ó Conchobhairs, এবং the Caomhánachs এর কোন সদস্য মারা গেলে "keeners" হিসেবে বিলাপ করে কোন এক রহস্য নারী। শুধু তাই নয় কোন ব্যক্তি মারা যাবার কয়েক ঘণ্টা এমনকি কয়েকদিন আগ থেকেই নানা রূপে বিলাপ করতে থাকে সে। কখনও ভয়ংকর দর্শন নারী রূপে,কখনও সুন্দরই নারী রূপে,কখনও বা দাঁড়কাক বা অন্য প্রাণীর রূপ ধরে আগাম জানিয়ে দেয় মৃত্যু সংবাদ। আর এই সংবাদ বহনকারী নানা রূপধারীকেই বলা হয় Banshee Banshee নিয়ে আরও একটি কথা প্রচলিত আছে,Banshee সুন্দর নারীর রূপ ধরে যুদ্ধে নিহত বীর আইরিশদের পোশাক ও অস্ত্র পানি দিয়ে পরিষ্কার করে দিত বিলাপের সাথে সাথে। আইরিশ ইতিহাস বলে ১৪৩৭ সালে King James I of Scotland নিজে দেখে ছিলেন এক Banshee কে বিলাপ করতে,দেখার কয়েকদিনের মাথায় খুন হন তিনি।

প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আইরিশরা বিশ্বাস করে তারা মারা যাবার আগে অবশ্যই Banshee তাদের খবর দিয়ে যায়। Pooka Pooka বা phouka বা puca আইরিশ মিথলজির অন্যতম ভয়ংকর চরিত্র। কালো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো হলুদ চোখের ভয়ংকর দর্শন Pooka আতংকের অন্য নাম। Pooka যে এলাকায় একবার হানা দিবে সেখানকার হাস-মুরগির ডিম পাড়া বন্ধ হয়ে যায়,বন্ধ হয়ে যায় গরুর দুধ দেওয়া। যে কোন শস্যের বাগান সামনে পড়লে তার বেড়া ভেঙ্গে সমস্ত ফসল তছনছ করে দিয়ে যায় সে,আর তাই কৃষকরা তাদের ফসল থেকে Pooka এর জন্য আলাদা করে রেখে দেয় ফসলের ভাগ যাতে Pooka ফসলের কোন ক্ষতি না করে।

আর ফসলের ঐ ভাগকে বলে 'pooka's share', মানুষের মত কথা বলতে পারে Pooka,রাতে বিভিন্ন বাড়ি বা খামারে যেয়ে মানুষের মত করে ডাক দেয় মানুষদের বাইরে আসার জন্য,যদি কেউ তার ডাকে বিভ্রান্ত হয়ে বাইরে আসে,তাকে নিয়ে উধাও হয়ে যায় Pooka,তাছাড়া একাকী ভ্রমণ করা মানুষ এবং সমুদ্রের জাহাজকেও দিকভ্রান্ত করে অজানার উদ্দেশ্যে নিয়ে যায় সে। Changelings Changelings,সন্তান সম্ভবা এবং সদ্য মা হওয়া নারীদের আতংকের একটি নাম। দানব বা ডাইনী রাজ্যে প্রায়ই জন্ম নেয় বিকালংগ বা কুৎসিত চেহারার বাচ্চা। আর এরকম বাচ্চা জন্ম নিলেই বাচ্চার মা চলে আসে পৃথিবীতে,খুজতে থাকে সন্তান সম্ভাবা নারী বা সদ্য জন্ম নেওয়া দেখতে সুন্দর শিশু। পছন্দসই শিশু পেলেই জাদুবলে ডাইনী তার বাচ্চাকে সেই শিশুর রূপ দিয়ে রেখে যায় মানুষের মাঝে ।

আর এভাবে ডাইনী বা দানবের বাচ্চা বড় হতে থাকে মানুষের ঘরে। আর এই বাচ্চাকেই বলা হয় Changelings,আর মানুষের মাঝে বড় হতে থাকা Changelings সব সময় কামনা করতে থাকে যে পরিবারে সে বাস করছে ঐ পরিবারের ধ্বংস বা ক্ষতি। আর তাই সেই পরিবারে খারাপ কিছু ঘটলেই Changelings আনন্দ বা সুখ পেয়ে থাকে। শুধু আইরিশ মিথলজি নয় দুনিয়ার অনেক সাহিত্যে দেখা যায় Changelings এর, যেমন শেক্সপিয়ারের বিখ্যাত নাটক “A Midsummer’s Night Dream.” এ দেখা মেলে তাদের। Dagda Dagda কে বলা হয় Eochaid(h) Ollathair, বা "All-father",আইরিশ মিথলজি রাজ্যের রাজা।

শক্তির বিচারে Dagda অতুলনীয়,তার যাদুর মুগুর একবার ছুড়লে একসাথে নয়জন মারা যেত। ছিল ওক গাছের তৈরি বীণা,যাতে সুর তুলে সমস্ত প্রাণীকূলে হাসি,কান্না,বিষাদ,এমনকি মৃত্যুর কোলে পাঠাতে পারত সে। Dagda এর যে ঘটনাটি সবথেকে আলোচিত তা হল,Elcmar এর স্ত্রী Bóand এর সাথে সম্পর্ক। Dagda আর Bóand এর অবৈধ প্রণয়ে Bóand গর্ভবতী হয়ে পড়ে। নিজের এবং Bóand এর সম্মান বাচাতে Dagda সূর্যকে স্থির করে দেন নয় মাস পর্যন্ত,মানে একটি দিন হয়ে যায় নয় মাসের সমান।

আর এভাবে একদিনেই Bóand সন্তান জন্ম দেন,যার নাম রাখা হয় Óengus The Children of Lir Lir হল সমুদ্রের দেবতা। স্ত্রী আর ৪ সন্তান নিয়ে ছিল সুখের সংসার। সন্তাদের মধ্যে একজন ছেলে আর তিনজন মেয়ে। তাদের এই সুখের জীবনে অন্ধকার হয়ে আসে Lir এর স্ত্রী মারা গেলে। ৪ সন্তান আর Lir শোকে মুহ্যমান হয়ে পড়ে।

কিছুদিন পর Lir এর শ্বশুর তার আর এক কন্যা Aoife কে বিয়ে করার জন্য প্রস্তাব দেন,প্রথমে রাজী না হলেও সন্তানদের দেখাশোনার জন্য বিয়েতে রাজী হন Lir,বিয়ের পর Aoife চার সন্তান আর পিতার মধ্যকার ভালবাসা দেখে ঈর্ষা করতে শুরু করে,চিন্তা করতে থাকে কি করে Lir এর কাছ থেকে সন্তানদের আলাদা করা যায়। একদিন Lir বাড়ি থেকে কাজে বাইরে গেলে Aoife চার সন্তানকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়,নৌকায় করে ঘুরতে থাকে বিশাল এক লেকে। লেকের মাঝামাঝি যেয়ে Aoife যাদু করে চার সন্তানকে রাজহাঁস বানিয়ে ছেড়ে দেয় লেকে। আর এভাবে Lir এর চার সন্তান রাজহাঁস হিসেবে জীবন কাটাতে থাকে। প্রায় ৯০০ বছর পর St. Patrick ধর্ম প্রচার করতে হাজির হন আয়ারল্যান্ডে,তিনিই রাজহাঁস থেকে Lir এর সন্তাদের মুক্তি দেন।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.