আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের চিঠি

যে চিঠি রক্ত ঘামে, ভেঁজা সাদা নীল রঙ্গা খামে, সে চিঠি তোমার নামে, আমি পাঠিয়ে দিলাম বন্ধু । যে বাতাস বিষ ঢালে, শ্বাস প্রশ্বাস এর আড়ালে, সে বাতাসেই ফুল ফোঁটে, তুমি গন্ধ পাও কি বন্ধু ? যে আকাশ কালো লাল, এঁকে যায় মহাকাল, সে আকাশ চেঁড়া কান্না তুমি শুনতে পাও কি বন্ধু? যে চিঠি রক্ত ঘামে, ভেঁজা সাদা নীল রঙ্গা খামে, সে চিঠি তোমার নামে, আমি পাঠিয়ে দিলাম বন্ধু । এসো হাতে হাত রাখো বন্ধু এসো হোক শুরু চলা বন্ধু এসো বদলে ফেলি আকাশের রঙ রচে ফেলি মহাসিন্ধু। নীল আকাশের প্রেমে অন্ধ আমার নিঃশ্বাসে তার গন্ধ লাল রক্তজবা হলুদ ভোরে হৃদয়ে ফোটাবো বন্ধু। ফোঁটাবোই বন্ধু ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।