আমাদের কথা খুঁজে নিন

   

এ সময়ের কনে সাজ

হালকা কিন্তু ট্রেন্ডি এমন সাজই পছন্দ করেন এ সময়ের কনেরা। এ জন্য জমকালো শাড়ি ও ভারী গয়না পরলেও জবরজং দেখায় না। বিয়েতে বেনারসি, কাতান বা জামদানির আবেদন যেমন আছে, তেমনি এখনকার বিয়ে বা বৌভাতে শিফন, মসলিন শাড়িও বেছে নিচ্ছেন কেউ কেউ।
পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান বলেন, আজকাল কনেরা শাড়ি, গয়না ও সাজে পরীক্ষা-নিরীক্ষা করতে চান। লাল লিপস্টিক পরেন ঠোঁটে, আবার উজ্জ্বল কমলা, বাদামি ও হালকা শেডের রংও দিয়ে থাকেন।



চিরায়ত লাল

বিয়েতে লাল বেনারসি, কাতান না পরলে লাল জামদানিও বেছে নিতে পারেন। ঠোঁটে হালকা রঙের লিপস্টিক দিলে চোখের সাজ ও গয়নায় গুরুত্ব দিতে হবে।
লাল জামদানির সঙ্গে কনট্রাস্ট করে গয়না পরতে পারেন। চোখে সোনালি ও কালো আইশ্যাডো দিয়ে জমকালো ভাব আনা যেতে পারে। কপালে ছোট্ট একটি টিপ দিলে সাজ পূর্ণতা পাবে।


আর চুল খোঁপা করে বাঁধতে পারেন। গালে, নাকে, গলায় ও হাতে ব্রোঞ্জার দিলে চকমকে ভাবটা আসবে।



সাদায় জমকালো

একটু ভিন্নভাবে নিজেকে সাজাতে চাইলে এ ধরনের সাজ বেছে নিতে পারেন। সাদা শিফনের শাড়ির পুরোটা জুড়ে সুতার কাজ করা। এর সঙ্গে মিলিয়ে মসলিনের ওড়নায় ব্লকপ্রিন্ট।

শাড়ি ও ওড়নাতে সামঞ্জস্য রাখার জন্য দুটোতেই সোনালি পাড় বসানো হয়েছে। যদিও দুটোর নকশায় আছে ভিন্নতা। এর সঙ্গে হাতকাটা ব্লাউজ পরতে পারেন।

মায়াসিরের স্বত্বাধিকারী মাহিন খান জানান, শুদ্ধতার প্রতীক সাদা। সাদায় কনের ভেতরের সৌন্দর্য ফুটে উঠবে।

তাই কনে সাদা রঙের বিয়ের শাড়ি পরতে পারেন।
এই শাড়ির সঙ্গে নিরীক্ষাধর্মী সাজ ভালো দেখাবে। ভারী গয়না তো পরবেনই। ফলে সাজ হালকা হতে হবে। মুখের বেইস হালকা করতে হবে।

চোখ হবে স্মোকি, ঠোঁটে দিতে পারেন লাল লিপস্টিক। হাতে মেহেদি বা আলতার নকশা না করে ফ্রেঞ্চ ম্যানিকিওর করলে ভালো দেখাবে।

খোলা চুলে
বিয়েতে বা বৌভাতে অনেকে চুল বাঁধতে চান না। তাঁরা চাইলে নান ঢঙে চুল সাজাতে পারেন। চুলের নিচের দিকটা কোঁকড়া করে ছেড়ে দিতে পারেন।

টিকলি পরলে সিঁথির আশপাশে চুল স্বাভাবিক রাখলে ভালো দেখাবে। এই সাজের সঙ্গে অবশ্যই নথ পরতে হবে। ঠোঁটে উজ্জ্বল রঙের কমলা লিপস্টিক দিতে পারেন।

  

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।