আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী ও বিরোধীদলের নেতাদের ভাঙ্গা রেডিও।

সরকারী দলের নেতাদের রেডিও। 1.তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে: আদালতের রায় অনুযায়ী আর তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ আর নাই। গনতান্ত্রিক দেশে এটা চলতে দেয়া যায় না। 2.নির্বাচন বিষয়েঃ আমরা সবগুলো সিটি কর্পোরেশন আর হাজার হাজার ইউপি নির্বাচন করেছি। সবগুলো নির্বাচন সুষ্ঠ হয়েছে।

দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সুষ্ঠ হবে। 3.বিরোধীদলের আন্দোলন বিষয়েঃ বিরোধীদল যুদ্ধাপরাধের বিচার বাধা দিতে এসব হরতাল আন্দোলন করছে। 4.কোন সন্ত্রাসী কার্যকলাপ বিষয়েঃ এটা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের কাজ। বিরোধী দলের নেতাদের রেডিও। 1.যুদ্ধাপরাধের বিচার বিষয়েঃ আমরাও বিচার চাই তবে তা হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তরাজাতিক মানের।

2.জামাতের সাথে আন্দোলন বিষয়েঃ আওয়ামীলীগও জামাতকে নিয়া আন্দলোন করেছে,নিজামীর পায়ে সালাম নিসে আর আমরা এখন জোট করলেই দোষ। 3.জামাতের সংহিসতা বিষয়েঃ জামাত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তার অধিকার আছে সভা সমাবেশ করার। আমরা ভোটের লড়াইয়ে জোট। তারা আলাদাভাবে তাদের আন্দোলন করছে।

সেটা তাদের ব্যপার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.