আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমা না দেখেই কিছু ভুদাই ব্লগারের সমকাম বিশ্লেষন। সমকামিতা আর শিশুর উপর যৌন নির্যাতন এই দুইটা এক না।

মুঠোফোন ব্লগার ভুদাই কিছু ব্লগার সমকামিতা আর শিশুর উপর যৌন নির্যাতন এই দুইটারে এক করে ফেলছে। এ দুইটা ভিন্ন জিনিস। গবেষনায় দেখা গেছে, সমকামীতার সাথে শিশুর উপর যৌননির্যাতনের কোন সরাসরি সম্পর্ক নেই। ঘেটুপুত্র কমলা সিনেমাতে শিশু যৌননির্যাতন দেখানো হয়েছে যা একটা সামাজিক সমস্যা। দুই জন পুরুষ অখবা ২ জন নারী সমলিঙ্গের সাথে ২ পক্ষের সন্মতিতে সেক্সকেই সধারনত সমকাম বলে। কিন্তু শিশুযৌন নির্যাতন একটা শাস্তি যোগ্য অপরাধ যেটাকে আমরা সমকাম বলে দোশটা হালকা করার চেষ্টা করছি। বিভিন্ন ধর্মগুলি সমকামীদের প্রতি ঘৃনা বারাতে গিয়ে বলত "সমকামী মাত্রই শিশুর উপর যৌননির্যাতনকারী " যা আসলে ঠিক না। অপরদিকে বর্তমানে চার্চে ঘটনাগুলোর সাথে জড়িত অপরাধীদের সমকামী আখ্যা দিয়ে যৌননির্যাতনের বিষয়টা হালকা করার চেষ্টা করছে। ভুদাই ব্লগারগুলো কি আমাদের সেই পথেই হাঁটাচ্ছে ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.