আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমা ! সিনেমা ! সিনেমা ! “ কাইট্রা ফেলামু”

মেহরাব হাসান চিত্রনাট্য ও পরিচালনায়ঃ কে বা কাহারা, জানা নেই । প্রযোজনাঃ সর্বস্তরের জনগণ । অভিনয়েঃ বিখ্যাত নায়ক ইখলাস(রূপক নাম),ডেঞ্জারম্যান শামসু সহ সকল স্তরের জনগণ । কাহিনী সংক্ষেপঃ ছবির নাম নিয়ে আমার একটা কথা আছে, পরিচালক আপা/ভাই ভয় দেখানোর জন্য সম্ভবত নামটা ঠিক করেছিলেন । বান্ডুলের মনে হয় কাইট্রা ফেলামু নামের চেয়ে মাইরা ফেলাইছি নামটা বেশি গ্রহনযোগ্যতা পেতো ।

যাহোক ছবির নায়ক কে ট্রিক শটের কারিশমায় পরিচালক আপা/ভাই প্রথমেই পর্দা থেকে উধাও করে দিলেন । ছবির নায়ক ইখলাস (রূপক নাম) কিছু দিন আগে নিখোঁজ হয় এবং তাকে ঘিরেই পুরো ছবির কাহিনী আবর্তিত হয়েছে । এখানে একটু দ্বন্দ, নায়ক নিখোঁজ কিনা সেটা পরিচালক আপা/ভাই ভালো জানেন । আমরা সাধারণ দর্শক, নিখোঁজ হিসাবেই ধরে নেবো । তো নায়ক নিখোঁজ, নায়ক কে খুজে বের করতে হবে-দলে দলে লোকজন নায়ক কে খুজছেন, কেউ লাঠি হাতে,কেউ মোমবাতি জ্বালিয়ে,কেউ হারিকেন,কেউ বা আবার বন্দুক নিয়ে ।

সবাই ব্যস্ত । অপর দিকে নায়ক ইখলাসের শুভকাঙ্গিরা নায়ক কে ফিরে পেতে মরে যেতেও প্রস্তুত । তাঁরা কাফন-দাফন কি জানি নানান কিছু করতেও রাজি, জানি না, পরিচালক আপা/ভাই বোধহয় ভালো জানেন । ছবির ধারাবাহিকতা ঠিক রেখে পরিচালক ছবির কাহিনী সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন । পরিচালক ভাই/বোন ছবির কাহিনীর প্রয়োজনে হরতালের সিকুয়েন্স আনবেন, এই জন্য তিনি সিকুয়েন্সটি ভালোভাবে ফুটে তোলার জন্য মহড়ার ব্যবস্থা করলেন-ড্যামির ব্যবস্থাও করা হলো ।

মহড়া চলাকালীন সময়ে এক জনকে ভূল বশত মেরেও ফেলল । ড্যামির বদলে সত্যিকারের গাড়ী জ্বলিয়ে দিলো, সমস্যা নাই বিগ বাজেটের ছবি,পরিচালক ড্যামি ব্যবহার করার চেয়ে সত্যি কারের জিনিসটিই ব্যবহার করতে পছন্দ করেন, তাতে নাকি ছবির বাস্তবিকতা নান্দনিক দিকটা ফুটে উঠে। শুধু মাত্র এই জায়গায় পরিচালক আপা/ভাই এর মেধা নিয়ে প্রশ্ন তোলা যায়,এই খানে এসে মনে হয় ছবির নাম হওয়া উচিত ছিলো মাইরা/কাইট্রা ফেলাইছি । যাহোক ভালো মতই মহড়া চলছে,সারাদিন মহড়া করে সব অভিনেতা/অভিনেত্রীরা হাপিয়ে উঠেছেন,তাদের জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হলো । কিন্ত কিছুতেই তাঁরা ঠান্ডা হচ্ছেন না, তারা পানির জন্য হাহাকার করছেন-ঠিক এমন সময় তাদের মনের বাসনা উপর আল্লাহ পূর্ণ করে আকাশ থেকে বৃষ্টি পাঠিয়ে দিলো,সেই সাথে কিছু দমকা হাওয়া ।

মহড়ার জন্য রাস্তা-ঘাট বন্ধ ফাকা করা হয়েছিলো। এই বিখ্যাত ছবি ভালো ভাবে তৈরীর সুবিধার্তে জনগণ নিরবে দাঁড়িয়ে থাকলো । যাহোক বৃষ্টির পর ছবির কলাকুশলীরা ঠান্ডা এবং ক্লান্ত, তারা ঘরে ফিরে গেলো । কিন্তু যেসমস্ত জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মহড়া দেখছিলো, তারা আর ঘরে ফিরতে পারলো কিনা জানা নেই । এমন কি এই বান্ডুল দেশের মহান ছবির স্বার্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহড়া দেখে শাহবাগ থেকে হেটে উত্তরায় তার বাড়িতে ফিরেছে ।

বাড়িতে এসে টিভি অন করেই দেখতে পায় নায়ক ইখলাস কে খোজা হচ্ছে, আশা করি পেয়ে যাবে । আজ এ পর্যন্তই ছবির কাহিনী আবারো আগামীতে ছবির পরিচালক আপা/ভাই ছবিতে প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন নতুন মজার মজার বিষয় নিয়ে হাজির হবেন………অসমাপ্ত………। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.