আমাদের কথা খুঁজে নিন

   

একটি মহৎ উদ্যোগ- হাদিস গ্রন্থ ডিজিটালাইজেশন, এবার হাদিস সার্চ করা যাবে সহজেই

কয়েকটা পিসি গেমস চাই অনেকেই আছেন যারা ইসলামের জন্য কাজ করতে চান? যদি মন থেকেই চান তবে আসুন কিছু করি। আমরা জানি, আমাদের মৃত্যুর পর আমাদের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ৩টি ছাড়া। এক. সাদাকায়ে জারিয়া। দুই. তার রেখে যাওয়ার জ্ঞান ভান্ডার যা দ্বারা মানুষ উপকৃত হয়। তিন. তার সৎ সন্তান যারা তার জন্য দুআ করতে থাকে।

আমরা ২য় আমলটি করতে চাচ্ছি। এমন কিছু করতে চাই যেটির ফল আমরা মৃত্যুর পরেও পাব। বোখারি শরীফ ও মুসলিম শরীফ বাংলা টাইপ করা, এর কারন কোথাও এটি পাওয়া যায় না সম্পূর্ণ , কপি করা যায় এমন কোন সাইটও নেই। কোরআনের অনেক সাইট আছে কিন্তু হাদিসের এমন সাইট নেই। যেসব হাদিসের বই ডাউনলোড করার জন্য পাওয়া যায় সেগুলো হচ্ছে ছবি ভার্সন, ওখান থেকে লেখা গুলো কপি করা যাবে না, তাই আমরা টাইপ ভার্সন করতে চাই, যেখান থেকে সবাই ইচ্ছামত কপি পেস্ট করতে পারবে।

আমাদের উদ্দেশ্যঃ → এই কাজ সম্পন্ন হলে বাংলা ভাষায় কোরআন ও হাদিসের চর্চা অত্যন্ত প্রচার ও প্রসার পাবে ইনশাআল্লাহ্‌। → কাজ শেষ হলে আমাদের ওয়েব সাইটে প্রকাশ করা হবে, সফটওয়্যার ও ওয়েব সফটওয়ার বানানোর পরিকল্পনাও রয়েছে → এটি সবার জন্য ফ্রি , যে কেউ তাদের যে কোন জ্ঞান চর্চার কাজে এটি ব্যাবহার করতে পারবেন। → টাইপ ভার্সন হওয়ার কারনে এটি মোবাইলে পড়া যাবে সহজেই → আরও অনেক জ্ঞান আহরণের নতুন সুযোগের সৃষ্টি হবে ইনশাআল্লাহ্‌। আমাদের সাথে কাজ করতে যা যা লাগবেঃ ১/ পিসি ২/ ইন্টারনেট ৩/ প্রয়োজনীয় সফটওয়্যার আমরা দেব। তবে ms word টা থাকলে ভাল।

বাংলা লেখার সহজতম সফটওয়্যার হল অভ্র। এটি দিয়ে খুব সহজে টাইপ করতে পারবেন। যেমন আপনি যদি লেখেন " amar " তখন লেখা উঠবে " আমার " ! জি, এতই সহজ। আসুন আমরা সবাই একসাথে কাজ শুরু করি। → প্রথম কথা আপনাকে ওয়াদাবদ্ধ হতে হবে, কথা দিলেন কিন্তু কাজ করলেন না এমনটি হতে পারেনা।

কিভাবে শুরু করব? নিচের লিঙ্কে গিয়ে আমাদের গ্রুপে জয়েন করবেন, ওখানে গিয়ে কমেন্ট করবেন " ভাই আমি নতুন এসছি, আমাকে কাজ দিন" , তখন আপনাকে কাজ দেয়া হবে। কিভাবে কি করবেন সব বিস্তারিত আপনাকে সাহায্য করা হবে। অনেক ভাই গ্রুপে অজথা জয়েন করছেন কিন্তু কাজ নিচ্ছেন না, এটি করবেন না, গ্রুপে জয়েন করার অর্থ আপনি কাজ করবেন বলে ওয়াদা করলেন। তাহলে চলে আসুন আমাদের সাথে যোগ দিন - আমাদের গ্রুপে জয়েন করুনঃ https://www.facebook.com/groups/hadis.team2/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.