আমাদের কথা খুঁজে নিন

   

গহীন থেকে তোমার জন্য অফুরন্ত ভালবাসা

অপ্সরা , শুরুতেই আমার হৃদয়ের গহীন থেকে তোমার জন্য অফুরন্ত ভালবাসা । কেমন আছ ? জানি তুমি ভীষণ ভাল আছ । কারণ আমি আমার প্রতি নিঃশ্বাসেই তোমার মঙ্গল কামনা করি । হৃদয় আমার , জানো ! বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে । আজ সমস্ত চিত্ত উজাড় করে দিয়ে বৃষ্টির জলে নিজেকে ভিজিয়ে নিতে ইচ্ছে করছে ।

তুমি ভাবছ আমি কাঁদছি,,,, যদি ভেবে থাকোজেনে রাখ এই আমি এখন আর কারো জন্য কান্না করি না। একটা সময় তোমাকে ভেবে খুব কান্না করতাম। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ভুলে গিয়েছি তাই কান্না করছি না,, আসলে এটাও ভুল। তোমার জন্য কাঁদতে কাঁদতে আজ আমার চোখের জলই শেষ হয়ে গিয়েছে। শত চেষ্টা করেও আর চোখের পানি ফেলতে পারিনা।

এটা কি আমার দোষ বল,,,,,??? একা একা বৃষ্টিতে ভিজব কি করে ! তুমি তো আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছ । আগে তুমি আর আমি একসাথে বৃষ্টিতে ভিজতাম । মনে আছে তোমার সে কথা ! আমার স্পষ্ট মনে আছে । তুমি আমাকে এতটাই ভালবাসতে যে দুজন দুজায়গায় বসবাস করেও একসাথে বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারতে না । তোমার যুক্তি ছিল যে , আমরা দূরে আছি তাতে কি ! আকাশ তো একটাই ।

এক আকাশের নিচে দাঁড়িয়ে আমরা সবাই । তাই এক বৃষ্টাতেই ভিজি তুমি আরআমি । কি মায়য় ঘেরা সাবলীল যুক্তি ছিলতোমার ! আজ কোথায় তুমি ! বৃষ্টির ফোঁটাগুলো তো আগের মতোই আছে । শুধু তুমি পাশে নেই । .... তুমি আসবে বলে বেঁধেছিলাম কিছু গান, তুমি আসবে বলে বৃষ্টির জলে ধুয়ে রেখেছিলাম এই পথ, তুমি আসবে বলে বাতাসে উড়িয়ে ছিলাম লাল-নীল ঘুড়ি, তুমি আসবে বলে শুভ্রমেঘগুলোকেভাসিয়­েছিলাম আকাশ পানে, তুমি আসবে বলে গিটারে বেধেছিলাম নতুন তার, তুমি আসবে বলে রাতের আকাশে ছড়িয়েছিলাম হাজার তারা, সেই তুমি তো আর এলেনা, একবারও এসে খুঁজলে না............।

। তাই নীল বেদনা হয়েছে আজ আমার পথচলার সাথী......... হঠাত্‍ একটা কথা মনে পড়ে গেল । তুমি একদিন আমার কাছে একটা 'টেডি বেয়ার' চেয়েছিলে । আমি বললাম যে , 'বারবি ডল' আমার ভীষণ প্রিয় । তখন তুমি খুব জোরে হেসে আমাকে বললে যে , আমি যেন আবার বারবি ডলের প্রেমে পড়ে না যাই ।

আমি তখন বললাম , বারবি ডলের চাইতে আমার অপ্সরা শতগুনে হাজারগুনে লক্ষগুনে সুন্দরী । তুমি আমাকে বললে সুন্দর একটা বারবি ডল কিনে নিতে । কিন্তু আজওআমার কাছে সেই বারবি ডল আগের মতোই আছে, শুধু তুমি নেই । মাঝে মাঝে যেটা বাস্তবে কখনই সম্ভব নাসেটা কল্পনা জগতে সম্ভব। প্রত্যেকের কল্পনাজগত একেবারেই আলাদা স্বতন্ত্র।

সেখানে তুমি নিজেই রাজা নিজেই রানি। সেই জগত শুধুমাত্র আনন্দই দেয় কষ্টেরা সেখানে বাক্স বন্দি। আজ তাই কল্পনার জগতে সেই বারবি ডলকে তুমি ভেবে কথা বলে যাই তার সাথে আপন মনে । ঘুমহীন রাতগুলো খুব মিস করি । কত রাত ভোর করেছি, তবুও যেন কথার ঝুড়ি ফুরাতোই না ।

তবে আলতো দুষ্টমি করে তুমি যে বকাগুলোআমায় দিতে , সেগুলো মাঝে মাঝে ভীষণ মনেপড়ে , ভীষণ হাসি পায় ! সত্যিই তোমায় খুব মিস করি জান । জানি তুমিও আমাকে খুব মিস কর কিন্তু এখন মুখে তার বহিঃপ্রকাশ ঘটাতে পারছ না , আমার না বলা প্রতিটি কথাই শুনতে পাও । কারণ তুমি তো আমাকে ভালবাসতে । আমি আজও বিশ্বাস করি তুমি অদ্যবধি আমাকেই ভালবাস । আজও আমার অনুভূতিগুলো শুধু তোমার কথা বলে ।

তাইআপন মনে নিজের অজান্তেই প্রাণে বাজে.... দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে, দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে। । কৃষ্ণরাতের অন্ধকারে বচনহারা ধ্যানের পারে কোন্‌ স্বপনের পর্ণপুটে ছিল ঢাকা সে। । দখিন-হাওয়ায় ছড়িয়ে গেল গোপন রেণুকা।

গন্ধে তারি ছন্দে মাতে কবির বেণুকা। কোমল প্রাণের পাতে পাতে লাগল যে রঙ পূর্ণিমাতে আমার গানের সুরে সুরে রইল আঁকা সে। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.