আমাদের কথা খুঁজে নিন

   

লাশের মিছিল

আমার আমি কে খুঁজি চারিদিকে শুনসান নিরবতা অন্ধকার ছেঁয়ে আছে পুরো এলাকা জুড়ে, দূর খেকে কারা যেন আসছে আলোর মিছিল নিয়ে। একি! কোন আওয়াজ নেই কেন? চারিদিকে গন্ধে ভরে গেছে, এ কিসের গন্ধ! লাশের_ এরা কারা? কি চায় এরা। কে যেন বলে উঠল, আমাদের মুক্তি দাও কিসের মুক্তি চায়, ওরা কারা? এক এক করে দলবদ্ধ ভাবে মিছিলটি ক্রমশ সামনে আসছে, ওদের হাতের প্রদিপের আলো শিখায় ওদের মুখ গুলো জ্বল জ্বল করছে। চিনতে পেরেছি! ওরাই তো কলম ধরেছিল_বলে জীবন হারাতে হয়েছে। ওদের না বলা কথা গুলো হয়ত বলতে এসেছে , কিন্তু? ওরা কিসের মুক্তি চায়? প্রশ্ন থেকে যায় মনে, উত্তর পাবার আশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.