আমাদের কথা খুঁজে নিন

   

লাশের কেন ফাসি ?

অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,

বহুদিন পূর্বে বিটিভিতে একটি জনপ্রীয় সিরিয়ালের ` টিপু সুলতানের' শেষ পর্বে যখন টিপু সুলতানের যুদ্ধের শেষ মুহুর্তে মারা যায়, তার লাশ সম্পর্কে ব্রিটিশদের বক্তব্য ছিল-- "আমাদের শত্রুতা টিপু সুলতানের সাথে তার লাসের সাথে নয়" .... বৃটিশদের মুখ দিয়ে অবতরন করা কথাটি কি সত্য নয় ? গতকাল মধ্যরাতে বঙ্গবন্দ্ধুর ফাসির রায় কার্যকর হওয়ায় যতটা সস্তি পেয়েছি....তা যেন মলীন লাগলো হঠাৎ । মৃত্যু লাশগুলোর উপর জুতা গোবর নিক্ষেপ....এতটা নিশৃংসতা কি বঙ্গবন্দ্ধুর হত্যার ফাসির রায়ের স্বস্তিকে অস্বস্থিতে পরিনত করেনা ? ফাসি কেন?? সোজা কথায় হত্যার বদলে হত্যা ??জীবনের বিনিময়ে জীবন ?? বেশতো সেটা ৩৫ বছর পর হলেও হয়েছে । কিন্তু যাদের লাশের গাড়িতে জুতা-গোবর মারা হল ,,, তারা যেদিন বঙ্গবন্দ্ধুকে হত্যা করেছিল....তারা কি সক্ষমতা সত্ত্বেও বঙ্গবন্দ্ধুর লাশের কোন অমর্যাদা করেছিল ?? টুঙ্গিপাড়ায় তাকে দাফন করা নিয়ে ঝামেলা হয়েছিল?? হত্যা করেছিল অবশ্যই পাপ করেছিল..তাই শাস্তি হয়েছে । কিন্তু যেখানে হত্যার বদলে হত্যা,,,,অন্যদিকে লাশের মর্যাদার বদলে অমর্যাদাকারী হীন মানুষরুপী জন্তুগুলো জুতা-গোবর নিক্ষেপ করে,, ফাসির আসামীদের উপরে তুলে দিল । মৃত্যু মানুষ গুলোর পরিবারের কথা চিন্তা করে দেখেন ।তার সন্তানদের মাঝে এদেশ, মানুষগুলো কি তাদের আপনজন হবে কখনো ? তাদের কি অপরাধ? স্বজনহারার দুঃখে যখন কাতর ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন হয়ত দেখতে হয়নি বঙ্গবন্দ্ধুর লাশের উপর কোন কেউ জুতা-গোবর নিক্ষেপ করতে । মোনাযাত ও দোয়া এখন এজন্যও তার করা উচিত তাহলে ? আজ যে নরপশুগুলো ফাসির লাশবাহী বাহনে জুতা-গোবর নিক্ষেপ করেছে তারা কি তাদের স্ত্রী'র মৃত্যু লাশের সহবাস করতে কুন্ঠিত বোধ করবে বলে আমার মনে হয়না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.