আমাদের কথা খুঁজে নিন

   

লাশের লগে কথা কই.....

কৃষ্ণশুভ্রারা বেঁচে থাকুক দূরে সুদূর স্বপ্নসীমান্তে

কী হয়েছে ভাই? জ্বালাতন করছ কেন? তুমি কে, মুখপত্র ৩৩ জনের?ও হ্যা এসেছো বিচার চাইতে ?হে হে হে । হাসালে ভাই। তোমরা তো সারা জীবন বাঙালিই ছিলে তাই না। তাহলে-- তাহলে এত ক্ষোভ আসে কোথা থেকে? তোমরা জানো না, আমরা শুধু বিজয়ীদের কথাই বলি। পরাজিতরা ঘেষতে পারে না।

তোমরা সবচেয়ে বড় বিজিত-- জীবনের কাছে পরাজিত। বিচার চাও?কেন? তোমাদের কেউ কি রাজপুত্র আছে? তাহলে? রাজপুত্ররা বাথরুমে পিছলা খেলেও তার জন্য আমরা ঝাপিয়ে পড়তে পারি,কিন্তু সাধারণ মানুষের জন্য ঝাপাব কেন?তোমরা জান না এদেশ তার সবচেয়ে প্রজ্ঞাবান রাজনৈতিকদের বলি হওয়ার কোন সদবিচার আজো করতে পারে নি। তবে?ওরা মাত্র চারজন ছিল আর তোমরা ৩৩? তাহলে বলো প্রতি বছরইতো মরে যাচ্ছে কয়েকশ থেকে হাজার- লঞ্চডুবিতে। কখনও দেখেছ তার সুষ্ঠু তদন্ত হতে। তোমাদের মত এসব ঘটনাতো হরহামেশাই ঘটে।

এসব নিয়ে বাড়াবাড়ি করার মত সময় আমাদের নেই। তার চেয়ে দেশে এখন নির্বাচনী হাওয়া-- আমরা সেটা নিয়েই বেশি আগ্রহী। আমরা বড়ই অদ্ভুত জাতি ,আমরা মোটা লোক বেছে শক্ত বেত টা নিজেরা তুলে দি্ই তা দিয়ে আমাদের পৃষ্ঠদেশ বিদীর্ণ করতে। কিন্তু মরণের ঝাপটায় বিদীর্ণ পরিবারের ক্ষত পৃষ্টে প্রলেপ দেয়ার মত সময় আমাদের নেই। তোমাদের কেউ কেউ নাকি গলে গিয়েছিল--আবার অনেকেই পাশের নালা নর্দমায় নেমে পড়েছিল, অনেকের লাশ বিকৃত হয়েছিলো?এসব সস্তা আবেগে আমরা আপ্লুত হইনা,বুঝলে? বোকার মত জ্বালিও না।

সত্যটা শেখো আমরা সামাজিক না পারিবারিক জীব। তোমরা মরে গেছো তোমাদের পরিবার একটু কষ্ট পাবে --- কিংবা শুধু একটু না অনেকই হয়তো কিন্তু বাকি আর কারোরই তাতে কিছু যায় আসে না। অনেক আহম্মক হয়তো তোমাদের পক্ষ নিয়ে মানবাধিকারের বিরাট বুলি আওড়াবে। কিন্তু জেনে রেখো ঔ সব নির্বোধদের ক্ষমতা খুবই সীমিত। তাদের বজ্র কন্ঠের হুঙ্কার সমাজ পতিদের কাছে পোষা বেড়ালের মেউ শব্দের চেয়ে আস্তে যাবে।

আর তোমরা কিসের বিচার চাইতে এসেছো? বলি মরে মরে গিয়ে বেঁচে গেছো তোমরা বেঁচে থাকলে কাঁঠগড়ায় দাড়াতে হতো। জ্বানো নিজেদের মৃত্যু নিশ্চিত করতে তোমরা কত টাকার এসিড নষ্ট করেছো? কত সময় শ্রম আর খরচ নষ্ট করেছো ঐ এসিড মালিক কোম্পানির। তাদের দয়ার শরীর তারা এসিডের ক্ষতি পূরণ দাবি করেনি বুঝলে। অমরা পরাজিত হয়েছো পরাজিত থাকবে,তোমাদের ফেলে যাওয়া কি বললে কষ্ট হে হে, তোমাদের জীবন তো কষ্ট দিয়েই গড়া ছিলো তাই না। যাহোক ঘুমাবো এখন।

আর জ্বালিও না তো যাও নিজেদের দুর্বলতাটুকু সর্বশক্তিমানের কাছে জানাও গে। আর মনে রেখো তোমরা এখন খবরের প্রথম পাতা দূরে থাক খবরের কাগজে আসারই যোগ্যতা হারিয়েছো। *** কিছুদিন আগে আমি এসিডকূপে দগ্ধদের কতা ভেবে,সেই এসিড বাহী ট্রাক ও তার মালিক নাসির গ্রুপের বিরুদ্ধে কিছু করার অভিপ্রায়ে একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টের রেসপন্সে নিজের অহায়ত্ব আমার কাছে পরিষ্কার হয়ে গেল। নিজের অক্ষমতা স্বীকার করে নিলাম তাদের প্রতি।

আমার আগের পোস্টের লিংক Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.