আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যবিত্তের যাপিত জীবন

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন আমার পিতার অর্থবিত্ত বেশী ছিল না তাই আমরা ছিলাম মধ্যবিত্ত আমারো নেই, তাই আমি এখনো মধ্যবিত্তের ঘুরপাকে আছি। আমার সম্বল মলিন চেহারার একখানি ঘর শতছিন্ন ছাতা আর শতসেলাইয়ের তালি মারা কাপড়, তারপরেও আমি অভিজাত, ঠাঠফাটে আমার আছে বহু নামডাক । আন্দোলনে আমি,মিছিলেও আমি প্রতিবাদে মুখরিত হলেও আমি জেলে গেলেও আমি,গুলি খেলেও আমি কলুর বলুদের অথবা দাবার ঘুটির মতো ঘুরে আমি হই দিশেহারা। অর্থবিত্তের কমতি হলেও নেই কমতি আবেগের, আদার ব্যাপারি হলেও খোজ নিতে হয় জাহাজের । সমাজ আমায় দেয় বাধা, উপরে উঠাতে,কিম্বা নিচে নামতে তাই আমার আছে একখানি যাপিত জীবন যা দিয়ে কাটাতে হয় সারাজীবন । সিলেট ০৫/০৯/২০১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।