আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় অর্থমন্ত্রি, এক টাকার কয়েন ছাপান নয়তো আমি চকলেটের গোডাউন দিয়ে ফেলবো !

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! সকাল বেলা অফিসে যাবার জন্য কাউন্টার বাসের টিকিট কিনলাম , টিকিটের দাম ২৪ টাকা আমি ২৫ টাকা জমা দিতে কাউন্টারের ভদ্রলোক আমাকে ১ টাকার পরিবর্তে ১টা চকলেট ধরিয়ে দিলো । আমার চকলেট খাওয়ার অভ্যেস নেই তাই পকেটে রেখে দিলাম । বাস থেকে নেমে একটা চায়ের দোকানে চা খেয়ে, ১০ টাকার নোট দিলাম চায়ের দাম ৭ টাকা দোকানি আমাকে ২ টাকা ফেরত দিয়ে আর একটা চকলেট ধরিয়ে দিলো । সেটাও জমা রাখলাম দুপুরের খাবার খেতে হোটেলে গেলাম সেখানেও খাবার পরে ১ টাকার বিনিময়ে চকলেট পেলাম, এমন করে সারাদিনে আমার চকলেট জমা হলো ৭ টি । তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো দেখি এগুলো যেভাবে এসেছে সেভাবেই চালানো যায় কিনা তাই অফিস থেকে ফেরার পথে টেম্পুর কন্টার্কটারকে ৩ টাকার ভাড়ায় ২ টাকার নোট আর একটা চকলেট দিলাম, সে আমার দিকে বোকার মতো তাকিয়ে থেকে বলল- এটা কি আমি বললাম কেন ১ টাকা সে বলল আমার লগে ফাইজলামি করেন , আমি চকলেট দিয়া করুম কি ট্যাকা দ্যান ! টেম্পুর সব পেসেন্জারও আমার দিকে বোকা মানূষ দেখার মতো দেথতে লাগলো, আমি চরম অপমানিত হয়ে ভাবলাম না এভাবে হবেনা, এখন ভাবছি এগুলো দিয়ে কি করবো ! আমি হিসেব করে দেখলাম এমন ভাবে চকলেট জমা হলে প্রতি মাসে চকলেট জমা হবে ২১০ টি বছরে ২৫২০টি এমন ভাবে একটা সময় আমি চাইলে চকলেটের গোডাউন দিয়ে দিতে পারবো ! আমার মনে হয় এখন এই টাকার বিনিময়ে চকলেট প্রকল্পের আওতা ভুক্ত আমার মতো সকলেই, এই টাকার বিনিময়ে চকলেট প্রকল্পটা হঠাৎ করেই সরকারি কোন অনুমোদন ছাড়াই চালু হয়ে গেল আমার মনে হয় এর কারন হতে এক টাকার কয়েনের সঙ্কট । এই সমস্যা উত্তরনের জন্য সরকারের এখনই উচিৎ ১ টাকার কয়েন ছাপানোর উদ্দ্যোগ নেয়া , নয়তো আমার অনেকেই হয়তো চকলেটের গোডাউন দিয়ে ফেলতে, পারে তখন কিন্তু আর চকলেট খাওয়ার মানুষ খুজে পাওয়া যাবেনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.