আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় প্রধানমন্ত্রী

্ত্রী অনেক দুঃখভরা মন নিয়ে আপনার কাছে লিখতে বসলাম। জানি না এই লিখা আপনার কাছে পোঁছাবে কিনা। গত বুধবার থেকে থেকে ছাত্র সমাজ একটি দাবি নিয়া আন্দোলন করতেসে। দাবিটা হচ্ছে কোটা পদ্ধতি সস্কার নিয়ে। আপনি নিশ্চয় অবগত আছেন সাধারন ছাত্রদের কাছে একটি সোনার হরিন হচ্ছে সরকারি চাকরি।

২৪/২৫ বছর পড়াশুনা করে নিজেকে যোগ্য করে যখন শুনতে পাই একজন মেধাবী ৮০ মার্কস পেয়ে ফেল করসে আর একজন ৬০ পেয়ে পাস করছে। যদি এমনি হই তবে আমরা কেন এত কষ্ট করে পড়াশুনা করব। কোটা থাকুক আমরা সবাই চাই কিন্তু ১০০ এর মধ্যে ৫৬ জন কোটাই যাবে আর বাকিরা তাদের সপ্ন কে দুলিসাত ভেবে অন্দকার পথে পা বাড়াবে তা হতে পারে না। এটা কত টুকু যুক্তি সঙ্গত হতে পারে? আমাদের মত উন্নয়নশীল দেশে চাকরি একটি সোনার হরিন সেই দেশে যদি মেধাবীরা অবহেলিত থাকে কিভাবে আপনি এ দেশ টাকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার আশা করতে পারেন। ছাত্ররা তাদের দাবির জন্য আন্দোলন করবে এইটাই স্বাভাবিক।

এ দেশে ৫২ ভাষা আন্দোলন ৬৯ এর আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন এই ছাত্র সমাজ ধারা পরিচালিত হইসে। সেই ছাত্ররা আবার যখন তাদের স্বপ্নের প্রতিপলন এর জন্য একটি যুক্তি সঙ্গত আন্দোলন করছে, সেই ছাত্র সমাজের উপর আপনার কিছু চাটুকার আপনার সর্বনাশ এর জন্য এই ছাত্রদের উপর পুলিশ আর সন্ত্রাসী দ্বারা হামলা করছে। এবং আপনার অবগতি জন্য জানাচ্ছি এই আন্দোলন কিন্তু সারা বাংলা ছড়াই পরছে। । যত হামলা হবে তত কিন্তু আন্দোলন ভেগবান হবে।

কারন আমাদের ছাত্র সমাজ কখনও কার কাছে মাথা নত করেনি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি ক্ষমতাই বসে আছেন তরুন সমাজের সমর্থন নিয়ে। এই তরুণরা ২০০৮ সালে আপনাকে ভোট দিয়ে ক্ষমতাই নিয়া আসছে। সামনে আর একটি নির্বাচন আসছে এখন আপনাকে সিধান্ত নিতে হবে এই তরুন সমাজের প্রানের দাবি কে মেনে নিয়ে আপনি ক্ষমতাই আসতে চান নাকি এদের উপর হামলা মামলা করে ইতিহাস এর আস্তাকুরে নিক্ষিপ্ত হতে চান? আমরা সাধারন ছাত্ররা কোটা বাতিল চাই না চাই একটি গ্রহণযোগ্য নীতিমালা যেখানে কেও ক্ষতিগ্রস্ত হবে না, কার স্বপ্ন ধূলিসাৎ হবে না, কেও হতাশা নিয়া অন্দকার জগতে পা বাড়াবে না। আপনি এখন পারেন একটি সুন্দর সমাধান দিতে।

আর যদি না দিতে পারেন তাহলে এই আন্দোলন কোন দিকে যাবে তা নিয়া আমরা উদাসীন। দিদারুল আলম বি বি এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.