আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় স্বাধীনতা


আমি তখন ছোট্ট -
তুমি যখন চেতনায় আপ্লুত
তরঙ্গে যৌবনা,
অনন্ত অনন্যা -
হে আমার মাননীয় স্বাধীনতা ৷
তোমার চঞ্চল আশাতলে রসিকদের মনলুটে
নির্ভিক আসিকেরা অভয়ে অস্ত্র ধরে -
হয়েছেন মুক্তিযুদ্ধা
সম্মানিত মুক্তিযুদ্ধা ৷
হে আমার মাননীয় স্বাধীনতা !
আমি যদিও ছোট্ট -
কিন্তু দেখেছি, অনুভব করেছি
আমি শুনেছি -
তোমাকে জয়িতে বাংলার মানুষেরা আকুলিত ছিল,
অকুন্ঠ চিত্তে নির্বিঘ্নে বাঙালি লড়েছে ,
লড়েছে ক্ষেতের কৃষান, লড়েছে শিল্পশ্রমিক,
লড়েছে, স্বাধিকার প্রেমিক সর্বস্তরের জনতা ৷
হে আমার মাননীয় স্বাধীনতা !
আমি ছিলাম শিশু –
এসে পিছু জেনেছি;
লক্ষ লক্ষ প্রাণ তোমা-তরে দান-
বৃদ্ধ-জোয়ান, আবাল-বনিতা বাংলা মায়ের সন্তান-
লড়েছে জয়ীতে, প্রাণ দিয়ে নির্ভৃত্তে হয়েছে শহী্দ,
বাংলার নারী-পুরুষেরা অনেক জীবিত লয়ে পঙ্গুত্ত,
নারীরা হয়েছেন বিরঙ্গনা -
বিরঙ্গনা ‘সম্মানিত বিরঙ্গনা’!
হে আমার মাননীয় স্বাধীনতা !
আমি যদিও মা’য়ের কোলে
তবুওতো আমি ছিলাম-
আমি বা আমাদের তরে নয়টি মাস যুদ্ধ করে,
দুর্বৃত্ত, দানব, হিংসুক, উন্মাদেরে দিলো যাঁরা তাড়িয়ে-
বিজেয়ে স্বাধিকার আমাদের দিয়েছে দান অধিকার আপ্লুত-
অমৃতস্ফীত অভিসার, আমরা ঋণি তাঁদের কাছে চির-দিনই ।
যাঁরা বাংলাদেশ বিজেয়তা তাঁদেরই এ বদান্যতা –
আমার লিখা এ ভাবছন্দ এই কবিতা ।
হে আমার মাননীয় স্বাধীনতা !
এই নাম ‘বাংলাদেশ’ সেই সাত কোঠি মানুষের,
যাঁরা হয়েছিল শরনার্তি ভারতের,
কিংবা ভয় প্রাণে লুকিয়েছিল গর্তে, জঙ্গলে, ঘরের ছাঁদে,
বাংলার কাশবনে, ধান ক্ষেতে যাঁরা পড়েছিল হায়ানার ফাঁদে-
অথবা যাঁরা লড়েছে, যাঁরা অস্ত্র ধরেছে,
এই বাংলাদেশ তাঁদের যে প্রাণগুলো ঝরেছে, সেই শহীদদের,
আমাদেরে দেয়া হয়েছে দান এই নাম ‘বাংলাদেশ’,
কষ্টে, প্রাণের বিনিময়ে চিনিয়ে আনা স্বাধীকার পূর্ণতা-
হে আমার মাননীয় স্বাধীনতা !

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.