আমাদের কথা খুঁজে নিন

   

একজন অনন্তের কাছ থেকে দেখে হয়তো এদেশের চলচ্চিত্রকে টেনে তোলার জন্য আরো মানুষ আগ্রহী হবে।আমরা শুভ দিনের অপেক্ষায় রইলাম।

..বেশিরভাগ মানুষেরই নানা দোষ-গুণ থাকে। ভুল ধরিয়ে দেয়াটা যেমন আমাদের দ্বায়িত্ব,ঠিক একইভাবে গুনের বা ভাল কাজের স্বীকৃতি দেয়াটাও আমাদের কর্তব্য। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় তথাকথিত গঠনমূলক সমালোচনার নামে আমরা প্রায়ই একটা কাজের শুধু ত্রুটি গুলো দেখি,ভালো দিকটা দেখতে পাই না। আর কাউকে উৎসাহ দেয়া...হাহ...এটা দিন দিন যেন আমাদের স্বভাবের বাইরে চলে যাচ্ছে। আমরা এখন একে অন্যকে "বাঁশ" প্রদান করার মহান খেলায় নেমেছি।

নায়ক অনন্তের উচ্চারণ বা অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমিও বলি,তার ছবিতে একমাত্র অপূর্ণতা সে নিজেই। কিন্তু তার ছবিতে সে একা যে টাকা বিনিয়োগ করেছে,খ্যাতিমান পরিচালক,অভিনেতা,সঙ্গীত পরিচালক,কন্ঠশিল্পীদের এক কাতারে নিয়ে এসেছে,মান্ধাতার আমলের প্রিন্ট,সাউন্ড সব বদলে ফেলতে একা-ই যুদ্ধে নেমেছে। যেখানে বাংলাদেশের ছবির বাজেট ১ কোটি টাকা অতিক্রম করতে পারে না,নাম্বার ওয়ান বা কিং এর দাবিদার একাই ৪০লাখ টাকা নিয়ে বাকি টাকা দিয়ে সিনেমা নামের "কিছু" একটা হয়,সেখানে অনন্তের এই প্রচেষ্টা কি আমাদের কাছে ন্যূনতম প্রশংসার দাবি রাখে না?তার উচ্চারণ অশুদ্ধ,মানলাম...আমরা যে সবাই "খাইসি মাম্মা,পাইসি জোশ" বলে বাংলার বারোটা বাজিয়ে দিয়েছি,সেটা কি কেউ ভেবে দেখেছেন। সমালোচনা বা প্রশংসা হোক ভাল কিছুর জন্য।

সেটা যদি খুব সামান্য কিছু হয় সেটার জন্য-ও। আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে অন্য দেশে মুক্তি পাচ্ছে,একজন অনন্তের কাছ থেকে দেখে হয়তো এদেশের চলচ্চিত্রকে টেনে তোলার জন্য আরো মানুষ আগ্রহী হবে। আমরা শুভ দিনের অপেক্ষায় রইলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.