আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমা নয়, ভাবার সময় এসেছে বাংলা নাটক নিয়ে

আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম গতকাল এম এ জলিল অনন্তের সিনেমা ছাড়া আর কিসের ব্যাবসা আছে সেই বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম সামুতে । লোকজন তাদের মতামত জানালেন । শতাধিকবার পঠিতও হলো । তার একটু পরেই এইবারের ঈদের নাটকের নামকরণ বিষয়ে একটা পোস্ট দিলাম । সেখানে আরো সারা পেলাম ।

সবাই তাদের মতামত জানালেন । এবার আসি অনন্তের ছবি নিয়ে । আমি অনন্তের প্রথম ছবি "খোঁজ দ্যা সার্চ", তৃতীয় ছবি দ্যা স্পিড এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত "মোস্ট ওয়েলকাম" দেখেছি । না, কাহিনীর, চিত্রনাট্য বা নির্মাণের ক্রিয়েটিভ আলোচনায় যাবো না । তবে একটা বিষয় বলতে চাই ।

তা হলো সে নতুনত্ব আনায় যথেষ্ট আন্তরিক ছিলো । খরচে কমতি রাখে নাই । তবে তার অভিনয় গুণ বা উচ্চারণ নিয়ে আমার আপত্তি আছে । অনন্তের উচ্চারণ নিয়ে যখন কথা উঠলোই তাহলে এবারের ঈদের নাটক প্রসঙ্গে আসি । পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী ও তার ছবিয়াল দল ২০০৩/২০০৪ থেকে নাটকের ভাষা নিয়ে ভাবছেন ।

তাদের ভাবনা অনুযায়ী যেই রকম চরিত্রকে তারা ভিজুয়ালাইজেশন করবেন তার ভাষাও তারা সেই রকমই ব্যাবহার করবেন । অনেক সিনিয়র নাট্য ব্যাক্তিত্ব তার এই ভুমিকার সমালোচনা করলেও আমার আইডিয়া টা খারাপ লাগে নাই । সময় গড়িয়ে গেলো । অনেক চ্যানেল আসলো । ক্যামেরার সংখ্যা বাড়লো ।

পরিচালকের সংখ্যাও বারলো । কিন্তু ফলাফল? তারা আইডিয়া টা ডেভেলপ না করে যাচ্ছেতাই করলো । উদাহরণ স্বরূপ বলা যায় ফারুকী বা তার ভাই ব্রাদার আমাদের সমাজের কিছু অন্যরকম গল্পকে উঠায়ে আনতে চেয়েছিলো। কিন্তু এখনকার পরিচালকরা নাটকের গল্প কে খুবই সস্তা করে ফেললো । নাটকে জোর জবরদস্তি করে হাসানোর চেস্টা লক্ষণীয় ।

চিৎকার চেঁচামেচি ছাড়া কোন ঘটনা নাই । উদ্ভট গেট আপ যেমন লাল রঙের লুঙ্গি, সাথে কোট পরিধান, ঘরে সানগ্লাস পড়া, নায়িকার প্রয়োজন ছাড়া উগ্র মেক আপ, গল্পে ধারাবাহিকতার অভাব, দুর্বল ফকিরা সস্তা লোকেশন, এবং সর্বোপরি নাটকের যাচ্ছেতাই নামকরণ । ১৯৯৯/২০০০/২০০১ এর দিকে বাংলাসিনেমার নাম ছিলো এইরকম মেজাজ গরম, টাইম নাই, মাথানস্ট ইত্যাদি টাইপ । আমার মনে হচ্ছে বাংলা নাটকের নাম ওই পর্যায়ে যাচ্ছে । আর ভিতরে কি আছে সেসব আর বললাম না ।

তবে আমি বিশ্বাস করতে চাই ভালো বাংলা নাটক এখনো নির্মাণ হচ্ছে । নুরুল আলম আতিক, মেজবাউর রহমান সুমন, অমিতাভ রেজা, অনিমেষ আইচ, মাহমুদ দিদার, গাজী রাকায়েত ,মাসুদ হাসান উজ্জ্বল, রবিউল ইসলাম রবি এবং আরো অনেক নির্মাতা এখনো ভালো নাটক বানিয়ে যাচ্ছে । পরিবর্তন আসবেই । আশা নিয়ে বাঁচি । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.