আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ The Adjustment Bureau(2011)+Bluray torrent download links

মাইরালা আম্রে মাইরালা The Adjustment Bureau জেনারঃ wikipedia অনুযায়ীঃ রোমান্টিক, একশন, থ্রিলার আমার মতেঃ আজিব টাইপ রোমান্টিক Starring: Matt Damon Gross Revenue: 128Million RT reception: 72% "Fresh" প্রথমেই বলে রাখি মুভিটা একটি আজিব টাইপের মুভি। মূল চরিত্রে আছে আমার প্রিয় অভিনেতা ম্যাট ডেমন। সাথে আছে এমিলি ব্লান্ট। কাহিনী সংক্ষেপঃ ডেভিড(Matt) একজন সাকসেসফুল কংগ্রেসম্যান। এখন সে ছুটছে নিউইয়র্ক শহরের সিনেটর হওয়ার জন্য।

তার speech এর কিছুক্ষন আগে হটাত তার একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং তাকে বেশ ভাল লেগে যায়। মেয়েটার করেনে তার speech অসম্ভব ভাল হয় এবং সিনেটর এর দৌড়ে সবার সামনে চলে যায়। প্রথম পরিচয় এট দি ওয়াশরুম বিফোর দ্যা স্পিচ এরপর একমাস পরের ঘটনা। এডজাস্টমেন্ট ব্যুরো থেকে একজনকে এসাইন করা হয় সকালে এসে পার্ক এ ডেভিডের জন্য অপেক্ষা করতে। ঠিক ৭টা ৫মিনিটে ডেভিড আসবে এবং তার কাজ হবে বাসে উঠার আগে তার হাত থেকে কফি শার্ট এ ফেলতে যেন সে আবার বাড়ি ফিরে যায় এবং ওই বাসে উঠতে না পারে।

কারন ওই বাসে ছিল সেই মেয়েটি যার সাথে তার speech দেওয়ার আগে দেখা হয়েছিল। কিন্তু এডজাস্টমেন্ট ব্যুরোর চেয়ারম্যান ডেভিডের সাথে মেয়েটির যেন দেখা না হয় সেরকম ব্যাবস্থা এবং নিয়তি করেছিল যে নিয়তি ভাঙ্গা সম্ভব নয়। এতক্ষনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এডজাস্টমেন্ট ব্যুরো এর কাজ কি। এদের কাজ হচ্ছে পৃথিবীর মানুষের নিয়তি ঠিক করা। কে কিভাবে চলবে তার সবই আগে ঠিক করা থাকে।

কিন্তু এডজাস্টমেন্ট ব্যুরোর এক সদস্যের ভুলের জন্য ডেভিডের নিয়তি চেঞ্জ হয়ে যায়। সেই সদস্য ভুলে ঘুমিয়ে পরে এবং ডেভিড বাসে উঠে এবং এলিসের সাথে দেখা হয়ে যায়। এলিস ডেভিডকে তার নাম্বার দিয়ে দেয়। কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। তার এডজাস্টমেন্ট ব্যুরো ডেভিডকে ধরে নিয়ে যায়, তার কাছ থেকে নাম্বারটা নিয়ে নেয় এবং বলে কোনভাবেই যেন এলিসের সাথে দেখা না করে এবং কাউকে যেন তাদের সম্পর্কে না বলে।

বললে তাকে রিসেট করা হবে। ফলে তার কোন মেমরি থাকবে না। পাগলের মত হয়ে যাবে। এ বলে তাকে ছেড়ে দেয়। এডজাস্টমেন্ট ব্যুরোর অঘোষিত অফিস কিন্তু ডেভিড কখনই এলিসকে খোঁজায় হাল ছাড়ে না।

প্রত্যেকদিন একই বাসে একই রুটে যাওয়া আশা করে এই আশায় যদি আবার কোন দিন এলিসের দেখা পায়। এভাবে চলতে চলতে ৩ বছর পর হটাতই এলিসকে রাস্তায় দেখতে পায়। সাথে সাথে তার সাথে যোগাযোগ করে। তাকে অন্য কথা দিয়ে বুঝায় কেন তার সাথে যোগাযোগ করতে পারে নি। শেষ পর্যন্ত এলিস বোঝে এবং ডেভিডকে মেনে নেয়।

কিন্তু সমস্যা হল মুহূর্তেই এডজাস্টমেন্ট ব্যুরোও জেনে যায় এ সম্পর্কে। তারা আবার আসে তাকে ধরে নিতে। এরপর.........? পুরা মুভিতেই ডেভিড আর এলিস দৌড়ের উপ্রে থাকে জানতে হলে মুভিটা দেখতে হবে। ম্যাট ডেমনের অভিনয় বরাবরের মতই A+ রেটেড। সাথে অন্যদেরটাও ভাল লেগেছে।

ডিরেকশনও অসাধারণ ছিল। গ্রাফিক্স এর কাজও ভাল। একমাত্র সামান্য উইক লেগেছে কাহিনীটা। তবে অন্যগুলা একে কাভার দিয়ে দিয়েছে। My rating: Direction: 1.7/2 Acting: 1.7/2 Story: 1.3/2 Sound track: 1.5/2 Graphics: 1.7/2 TOTAL: 7.9 Download Link Bluray 720p(705mb): Click This Link লিংক কৃতজ্ঞতাঃ ত্যালা বান্দর (রাইসেস) এডমিনিস্ট্রেটর অফ ঢেকটিউনস(দ্যা পিউর ফান ঢেকি সাইট ) Next review coming up on 2nd September: This Means War(2012) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.