আমাদের কথা খুঁজে নিন

   

*মুভি গাইড* মুভি রেটিং/রিভিউ: জানুয়ারিতে দেখা মুভি

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

মুভি গাইড: কি দেখবেন, কি দেখবেন না জানুয়ারি মাসে দেখা মুভিগুলোকে রেটিং দিলাম, সঙ্গে রিভিউ। যা আপনাকে মুভি নির্বাচনে সহায়তা করবে। ইংলিশ মুভি তো আছেই, হিন্দি মুভিও থাকছে। নতুন মুভির পাশাপাশি কিছু পুরনো মুভিও আছে, কয়েকটি আবার পুনরায় দেখা। প্রথমেই রেটিং ভাষাটা একটু জেনে নিন: ৫/৫- মাস্টারপিস/মাস্ট সি ৪/৫- অসাধারন/খুব ভালো ৩/৫- ভালো/এভারেজ ২/৫- হতাশাজনক/দূর্বল ১/৫- বাজে/না দেখলেও চলবে এবার দেখা যাক কোন মুভির কি অবস্থান: ::ইংলিশ:: Tropic Thunder: ৪/৫ বেশ হাস্যরসাত্নক।

অন্যরকম। রক্তাত্ত কমেডি! Baby Mama: ৩/৫ একজন (Tina Fey) মা হতে পারছেন না। অন্যজন (Amy Poehler) নিজের গর্ভ ভাড়া দিয়ে তাকে মা হতে সাহায্য করবে। প্ল্যান এমনই। কিন্তু সবকিছু কি আর প্ল্যান মোতাবেক হয়? মজার ও তিক্ত ঝামেলা লেগে থাকলো দুজনের মধ্যে! Leatherheads: ৩/৫ প্রত্যাশা আরও বেশি ছিল।

Pathology: ৪/৫ দারুণ সাইকো থ্রিলার। Anaconda: ৪/৫ Deception: ৩/৫ পারফরম্যান্স ভালোই। কিন্তু প্লটের দূর্বলতা অনস্বীকার্য। Transporter 3: ২/৫ হতাশ করলো! Anacondas: ৪/৫ Sex and The City: ৩.৫/৫ নারীকেন্দ্রিক মুভি। স্বভাবত মেয়েদেরই বেশি ভালো লাগবে।

তবে ছেলেরাও দেখে মজা পেতে পারেন। Shoot 'Em Up: ৪/৫ ভিন্ন ধাঁচের অ্যাকশন-কমেডি মুভির প্রকৃস্ট উদাহরণ! The Incredible Hulk: ৪/৫ সবুজ দানব আপনার মন জয় করবে। Prom Night: ২/৫ উৎকন্ঠাবিহীন নাম মাত্র হরর মুভি। Perfume: The Story of A Murderer (জার্মানি) : ৫/৫ গ্রেট মুভি। কিন্তু অনেকেই এই মুভির মাহাত্ন বুঝতে পারেননি।

Quid Pro Quo: ৪/৫ অদ্ভূত এক বিষয়বস্তু। দুই শীর্ষ চরিত্রের (Nick Stahl ও Vera Farmiga) চমৎকার পারফরম্যান্স। বিশেষত অভিনেত্রী ভিরা ফার্মিগা নজরকাড়া। Sarah Landon and the Paranormal Hour: ১/৫ হাস্যকর! Michael Clayton: ৪/৫ জর্জ ক্লুনির অভিনয় দেখার মতো! Atonement: ৫/৫ মন্ত্রমুগ্ধ হওয়ার মতো মুভি! ::হিন্দি:: A Wednesday: ৫/৫ সন্ত্রাসবাদ সম্পর্কিত অন্যতম সেরা হিন্দি মুভি। নাসিরুদ্দিন শাহ ও অনুপম খেরের অসাধারণ অভিনয়।

নতুন ডিরেক্টর নিরাজ পান্ডের চমৎকার পরিচালনা। Heroes: ২/৫ খেই হারিয়ে ফেলেছে। Sorry Bhai: ২.৫/৫ এই মুভি আরও ভালো হওয়ার সুযোগ ছিল। Welcome: ৩/৫ স্বাগতম! Showbiz: ১/৫ পয়েন্টলেস! Aaja Nachle: ২.৫/৫ ছয় বছর পর পর্দায় মাধুরী দীক্ষিতের প্রত্যাবর্তন। কিন্তু আরও ভালো স্ক্রিপ্ট কি তিনি পেলেন না? অবশ্য অভিনয় ভালোই করেছেন।

1920: ৩/৫ হরর মুভি। সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে। হ্যাপি মুভি টাইম!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.