আমাদের কথা খুঁজে নিন

   

*মুভি গাইড* মুভি রেটিং: এপ্রিল-মে মাসে দেখা মুভি

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

মুভি গাইড: কি দেখবেন, কি দেখবেন না এপ্রিল ও মে মাসে দেখা মুভির রেটিং একটু দেরিতে প্রকাশ করার জন্য দুঃখিত। আসলে নানা ঝামেলার কারণে এই দেরিটা হলো। অন্যদিকে গত দেড় বছরের মধ্যে এই দুই মাসে রেকর্ড সংখ্যক কম মুভি দেখেছি! বহুবিধ কারণে মাত্র ১৪টি মুভি দেখতে পেরেছি। প্রথমেই রেটিং ভাষাটা একটু জেনে নিন: ৫/৫- মাস্টারপিস/মাস্ট সি ৪/৫- অসাধারন/খুব ভালো ৩/৫- ভালো/এভারেজ ২/৫- হতাশাজনক/দূর্বল ১/৫- বাজে/না দেখলেও চলবে এবার দেখা যাক কোন মুভির কি অবস্থান: ::ইংলিশ:: Burn After Reading: 4/5 City of Ember: 2.5/5 Dragon Wars: 1/5 Iron Man: 4/5 Madagascar: Escape 2 Africa: 3/5 Mirrors: 3/5 Quantum of Solace: 4/5 Revolutionary Road: 4/5 The Covenant: 3/5 The Invisible: 3.5/5 The Longshots: 3/5 Twilight: 3.5/5 What Just Happened: 3/5 ::হিন্দি:: Chandni Chowk to China: 2.5/5 টিপ: যারা IMDB'র রেটিং ফলো করেন তারা একটু সাবধানতার সঙ্গে করবেন। কারণ ইউজার রেটিং-এর গ্রহণযোগ্যতা নিয়ে অনেক ক্রিটিকই প্রশ্ন তুলেছেন।

তাই ভালো কোন ক্রিটিকের রেটিং ফলো করুন। এক্ষেত্রে আপনি Rotten Tomatoes-র সাহায্য নিতে পারেন। তাছাড়া আপনি যদি আমার কাছে কোন নির্দিষ্ট মুভির রেটিং জানতে চান বা রিভিউ পড়তে চান কমেন্টে জানাতে পারেন। আগামীতে জানানোর চেষ্টা করবো। কিংবা আমার কোন রেটিং-এ যদি তীব্র আপত্তি থাকে তা জানাবেন।

সবাইকে ধন্যবাদ। হ্যাপি মুভি টাইম! http://www.i-love-movies.tk ছবি: Revolutionary Road


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.