আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথা নয়

কোথায় রংধনু - সে হিসেব তোমার আমি আছি চাঁড়ালের দেশে; তবুও এ দেশ আমার। বাঁশঝাড়ে মাঝরাতে কেঁদে ওঠে যে পাখি সে আমার অনাত্মীয় নয় জাল ফেলে আশাহত ফিরে আসে যে সে আমার খেলার সাথী, তার অভুক্ত সংসারে আছে আমার স্বজন। আমাকে দিও না দোহাই- নগরের কবি, তোমার সুনাম আমার স্বপ্নের সাথী নয়। বলতে পারো, স্বাতী তারা - যে কি না দূরে আছে, যে কি-না কিছু নয় রাজার কাছে- জনপদে সে-ই এক বন্ধুর নাম; আকালে সে গল্প জুগিয়েছে। মঞ্চ তোমার হোক, দুধে ভেজা পদাবলী নিয়ে তুমি রাজার দরবার রাঙাও। আমরা কুলি ও কামিন জন, আমার ভাই লিমনের পঙ্গুত্বের দিনেও ভয়বন্দী সবাই গোল হয়ে বসে শুনছি তোমার রাজশংসা বচন। দূরে থাকা নগর কবি, চণ্ডালেরা জেনেছে - বাঁশঝাড়ে কেঁদে ওঠা ঘুঘু পাখি সে তোমার নয়; তীতুমীরের বাঁশের কেল্লায় যে গল্প জন্ম নিচ্ছে তা তোমার নয়। আমাদের ঘরে ঘরে বেড়ে ওঠছে যে কালিয়া মোহন্ত, কংকা মাঝি আর ঘাড়ত্যাড়া কৈবর্ত যুবক - এরা কেউ মগধ বা বৈশালীর রাজকবি নয় এরা সব চণ্ডাল, লিমনের ভাই; রাজাকে জানিও - একদিন এরাই সব রপকথা লিখবে। ৩১.০৮.১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।