আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথা

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
তুমি পাশের বাড়িতেই রয়েছ তবু তোমার সঙ্গে স্বপ্নের মধ্যে দেখা করি তোমার বাবাকে যদি বলি তিনি বাদামী বৃক্ষের চোখে তাকিয়ে থাকেন আমার দিকে তোমার বোনকে যদি বলি সে আরও খানিকটা নীল হয়ে হারিয়ে যায় দেওয়ালের প্লাস্টিক ইমালসানে কেবল তোমার মা অবিমৃষ্য দাহ নিয়ে হয়ে ওঠেন সবুজ কারণ তিনি হয়তো আমাদের পোষা নদীটির কথা জানেন রূপকথা তুমি পাশের বাড়িতেই রয়েছ তবু তোমার সঙ্গে বর্ণহীন স্বপ্নের মধ্য দেখা করি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।