আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথা

http://www.facebook.com/reyad.parvez.3 তুমি ছিলে সিনড্রেরেলার মত- কিংবা এলিসের মত ভুলোমনো. হাসির দমকে তোমার মুখ চুল দিয়ে ঢেকে যেত, আটপৌড়ে শাড়িতে যেন এক সত্যিকারের রূপকথা. রাক্ষসদের ভীড়ে- তুমি বড় অসহায় ছিলে, ছিলে কি? -হয়ত. টাকা দিয়ে কিনে- যৌতুক নিয়ে, ওদের বেহায়া হাসিতে- চারপাশে প্রতাপশালী এক রাসক্ষসকাল রাজত্ব. রাজকুমারেরা চাকরি পেত না. আহা,যদি এই রূপকথা কাল্পনিক হত- বড় ভালো হত. খোলা তরবারীর ঝিকঝিকে কোপে- তোমাকে দেখতে এসে, যে ৫০০ টাকার নোট দিয়েছিল, তা দুভাগ করে দিতাম. আধোচাঁদ রাতে,এক রূপোর কাঠিতে- পৃথিবীকে ঘুম পাড়িয়ে- দুজনে পালিয়ে যেতাম, ঘর বাধতাম- সন্ধ্যার বিশুষ্ক জাফরান আকাশের নীচে- ছায়াঘেরা অশ্বত্থের বিষন্ন কুয়াশায়- তারাখসা এক লক্ষ নক্ষত্রের রাতে- আমরা বসে থাকতাম. তারারা খসে যেত. এই শহরময় দালানের সোডিয়াম জোছনায়, রূপকথার ধবধবে চাঁদ সাত সমুদ্রে ডোবেনি- তুমি এই পৃথিবীর নিষ্ঠুর রূপসী ছিলে, বিক্রি হয়েছিলে,ভুলোমনা এলিস হওনি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।