আমাদের কথা খুঁজে নিন

   

বিবেকের আয়না . . .

আমি কাল্পনিক তবে অবাস্তব নই, আমি দুঃখকে কল্পনার সুখে রূপান্তর করি...... মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন না চাইলেও বিবেকের আয়নার সামনে দাঁড়াতে হয় । মুখের রূপ রং তখন ভেঙ্গে ঝরে পরে চূর্নবিচূর্ন কাঁচের মত । তখনই দেখা হয় প্রকৃত মুখের অবয়বটা । আধুনিকতার নামে আমরা এতটা বেশি যান্ত্রিক হয়ে পরেছি যে, অনেক সময় নিজেকে চিনতেই কষ্ট হয় । সফলতা, ক্ষমতা, অর্থ আর প্রথম হওয়ার নেশা আমাদের এমনভাবে চেপে ধরেছে যে, সেখানে সততা, মানবতা, ভালোবাসা মূল্যহীন ।

ব্যস্ত দিনের শেষে একান্ত মুহূর্তে বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজের সম্পর্কে প্রশ্ন করি, তবে সামনে দাঁড়িয়ে থাকা প্রতিবিম্বে যে উত্তরটা ভেসে আসবে, তা কখনো ভূল হতে পারে না । কেননা, মানুষের ভিতর যে প্রত্যুত্তর মানুষ । সে কখনো মিথ্যা বলতে পারে না । আজকাল অবশ্য আমাদের এই আয়নার সামনে দাঁড়াতেও ভয় হয় । কেননা, আয়নার প্রত্যুত্তর সবসময় আমাদের অনুকূল নাও হতে পারে ।

আর তাই পিছনের না তাকিয়ে দিব্যি এগিয়ে যাই, ভীত মানুষ হয়ে । কিন্তু এভাবে আর কতদিন? সবাইকে ফাঁকি দেয়া যায়, নিজেকে নয় । একসময় আয়নার সামনে দাঁড়াতে হবেই । দেখতে হবে বিবেকের টানাপোড়নে ক্ষতবিক্ষত রূপ । আয়নায় প্রতিফলিত ভাল এবং মন্দের প্রতিচ্ছবি ।

ফেলে আসা জীবনের সুন্দর অথবা কুত্‍সীত রূপ . . . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।