আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চুপ বিবেকের দেশ

্ব

বিবেক যেখানে নিশ্চুপ আমি সেই দেশে করি বাস, বাচুক কেবল আমার আমি হোক সবার সর্বনাশ । রাজা করে পুকুর চুরি করুক, তাতে ক্ষতি কী? ছ্যচরা চোরে করলে চুরি ”মার শালাকে ব্যাটা করিস চুরি । ” দেশ গড়ার কারিগর শিক্ষা দেন স্কুলে ঘরে তিনি শিক্ষা দেন বিদ্যার আলো জ্বেলে । কোন যাদুর ছলে, সেথায় পড়িলে নম্বর মেলে, তাহা গুরুই বলিতে পারে ! সরকারী ডাক্তার যিনি অমাবস্যার চাঁদ হন তিনি ! তাহারে কী সহজে মেলে ? পূর্ণিমা তিথি তাহার প্রাইভেট ক্লিনিকে ! প্রকৌশলী তাহার কোন কৌশলে সুস্থ যন্ত্র অসুস্থ করে; দেশের টাকা পকেটে ভরে কোন কলমের কালিতে ? সাংবাদিক পাতা ভরে লিখে দলীয় খবর, তারাই গলায় আওয়াজ তোলে দেশ মোদের মোরা দেশের বিবেক ! নির্বাক বিবেক হবে একদিন সবাক কাদিস নারে দেশ সে আশায় থাক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।