আমাদের কথা খুঁজে নিন

   

বিবেকের কান্না..

বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। ১ জানুয়ারী ২০১৩ এই নববষের প্রথম দিন বাংলাদেশ এসেছি। হয়ত স্থায়িভাবে ঢাকায়ই থাকব। আমার পুরানো বন্ধু এবং স্বজনেরা বদলে না গেলেও ঢাকা অনেক বদলে গেছে। রাস্তা ঘাটে যানবাহনের ভিড় আর ভেঁপুর শব্দ মনে একধরনের অস্থিরতা সৃষ্টি করে ! তাই আপাতত বাসায় বেশি সময় কাটাচ্ছি এবং বাইরে যতটা সম্ভব কম বের হচ্ছি! আমার একমাত্র ছোটভাই আমাকে উপদেশ দিয়েছিল যেন আমি সংবাদপত্রগুলো কম পড়ি।। কিন্তু সময় কাটানোর জন্য টিভি আর সংবাদপত্রের বিকল্প খুঁজে না পেয়ে সব পড়তে শুরু করলাম । টিভি তে নিউজ ও দেখলাম গোগ্রাসে । এর ফলে বাংলাদেশে সাম্প্রতিক কালে প্রতিনিয়ত ঘটা একটি ভয়াবহ অপরাধ আমার মনজগতকে – মানুষ সম্পর্কে আমার মহৎ ধারনাকে এখন প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে । এ অপরাধটি হচ্ছে নারী ধর্ষণ ! এই অপরাধটি আমাদের সমাজে নতুন না, কিন্তু বর্তমান সময়ে এ অপরাধটি ভয়াবহ রূপ নিয়ে প্রতিনিয়ত আমাদের সমাজকাঠামো কে আঘাত করছে ! মনে হচ্ছে সারা বাংলাদেশ যেন ধর্ষকদের স্বর্গ রাজ্য হয়ে গেছে | থানায় মামলা হয় খূব কম আর হলেও কোন শাস্তি হচ্ছেনা ধর্ষকদের | আমার বিশ্বাস মানুষ কে আল্লাহ অনেক মহত করেই সৃষ্টি করেছেন, কাজেই মানুষের মহত সাজার কোন দরকার নাই | কিন্তু এই বিশ্বাস ভেঙ্গে চুরমার হয়ে যায় যখন জানতে পারি একজন কথিত বান্ধবী কয়েকজন নরপশুকে সাহায্য করে নিজের বান্ধবীকে ধর্ষণ করতে, যখন মাত্র ছয় বছরের একটি শিশুকে ২৫ বছর বয়সী একজন অমানুষ ধর্ষণ করে মেরে ফেলে, আর যখন দেখি গ্রামের বখা্টে কিছু ছেলে একজন তরুণীকে ধর্ষণ শেষে নির্মমভাবে খুন করার পর লাশটি গাছে ঝুলিয়ে রাখে কিংবা ধর্ষণ শেষে মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারে ! এই নরপশুগূলো কী একবারও চিন্তা করতে পারেনাই যে তাদের লালসার শিকার মেয়েগুলোর মা-বাবা, ভাইবোন আর স্বজনদেরকে কী অসহ্য একটা কষ্টের আগুনের মাঝখানে ফেলা হল- যে আগুন জীবনের শেষদিন পর্যন্ত নিভবেনা | তারা বোধহয় জানেনা যে নিজেদের মা-বোন কে কতোটা ছোটো করেছে তারা আর কতোটা লজ্জিত করেছে বিবেকবান পুরুষদের| এইসব বর্বর পশুগুলোর জন্য মৃত্যুদণ্ডও কম শাস্তি| তবে এই শাস্তিটুকুই আপাতত নিশ্চিত করতে হবে যেন অন্য মানুষরূপী পশুরা সাবধান হয়ে এই রকম অপরাধ থেকে দূরে থাকে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।