আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলের সেই দিন গুলু

স্কুল জীবনে বা যৌবনের প্রথম দিন গুলুতে কারণে বা অকারণে কত জন কে না ভাল লেগেছিল। বুঝে বা না বুঝে মন কাছে পেতে চেয়েছিল। আর বসন্ত এলে তো কথাই ছিল না। মন হাওয়ায়-হাওয়ায় উড়ে বেড়াতো। পড়ন্ত বিকেলের উষ্ণতার মাঝে যখন মৃদু-মৃদু বাতাস বয়ে যেতো ,ঠিক তখন তোমায় ভেবে কত না কবিতা লেখেছি।

তা এই মন ছাড়া আর কেউই জানে না। তোমাকে ঢের ভালবাসতাম বলে নিজেকে আড়াল করে রেখেছি। আমি তোমাকে ভালবাস্তাম,সুখি দেখার জন্য। জানি না সেই সু...খ কি তুমি খুঁজে পেয়েছ নাকি। কখনও কোন দিন তোমার মায়াবি মুখে প্রানে এক মিনিটের জন্যও ভাল করে তাকাইনি।

তোমার চোখে চোখ রাখিনি। আমি ব্যতিত আর কেউই জানে না যে, আমি তোমাকে ভালবাসি এবং আগামিতেও জানবে না। তোমাকে বলার হয়নি কখনো আমার মনের আবেগি ভাষ্য। কেন জানো, একটাই কারণ তুমি আমার বন্ধুর ছোট বোন । আমি আমার অবুঝ ভালবাসার জন্য ,বন্ধুত্ব নষ্ট করতে চাইনি।

তাই আমার মনের গভিরে লুকিয়ে থাকা শব্দ গুলু উচ্চারণ করিনি। দেখ, জিবনের মধ্যখনে এসে ও,তোমাকে ভুলিনি। ঠিকেই তোমার কথা লেখতে ভুল করিনি। এখনও হাজার ব্যস্ততার মাঝে যখন ক্লান্ত দেহ নিয়ে বাসায় ফিরি,ঠিক তখন তোমার কথা মনে পড়ে । জানতে বড্ড ইচ্ছে হয় কেমন আছ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.