আমাদের কথা খুঁজে নিন

   

ছাগলের তিন নং বাচ্চা, তাই ........

এত অনিয়ম, অবিচার ও জুলুমের পৃথিবীতে বড় অসহায়। গফুর মিয়া গ্রামের একজন বনেদি কৃষক। মদন উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসে বড় স্যারের সাথে দেখা করতে এলেন। - আসসালামুয়ালাইকুম স্যার। বড় সাহেব আরচোখে একবার দেখে ব্যস্ততার সাথে জবাব দিলেন - অলাইকুম।

স্যার, আমারে চিনছেন? আমরার বাড়ি হইল .... জী, কেন এসেছেন সেটা বলেন। !!! - স্যার, আমরার বাড়িত কারেন্ট বিল যাঁতা আইসে। অহন আমি কিতা করতাম?? এই যে বিলডা সাথে কইরা লইয়া আইছি। তিনশত ট্যাঁহার বিল এহন আটশত ট্যাঁহা আইছে!!! এইবার বড় সাহেব সামনের দিকে ঝুঁকে বললেন - শুনুন গফুর মিয়া, আপনারা হইলেন গ্রামের মানুষ। মন্ত্রী, উপদেষ্টাদের কথা শুনলে বুঝতেন কেন কারেন্টের বিল একটু বেশী আইসে!! শুনুন, এই একমাত্র বাংলাদেশেই এত কম দামে আপনারা বিদ্যুৎ পাচ্ছেন।

আসেপাসের আর কোন দেশে এত কম দামে বিদ্যুৎ পাবেন না। এইটা আমার না, প্রধানমন্ত্রীর কথা। আকর্ণ হাসি দিয়ে বললেন বড় সাহেব। - তাইলে হেরাও কিতা আমরার লাহান ধান চাউলের দাম পায়? আমরার লাহান কামাই রোজগার করে ? গফুর মিয়ার বনেদি প্রশ্ন। কিঞ্চিত বিব্রত বড় সাহেব বললেন - আপনি এত বেশী বুঝেন কেন? দেখি ত বিলটা ... বিলটা দেখার পর সব ঠিক আছে এই ভঙ্গিতে - সব ঠিক আছে।

আপনি এবার আসুন। গফুর মিয়া তার এই প্রস্নের উত্তর কার কাছে পাওয়া যাবে এই চিন্তা করতে করতে বের হয়ে আসার সময় পিছন থেকে শুনতে পেলেন, - শ্যালা, ছাগলের তিন নং বাচ্চা!!! ঢাকার বড় বড় মাইন্স্যে কিছু করতে পারে না, হে আইসে ক্ষেততে .... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.