আমাদের কথা খুঁজে নিন

   

বিরাট গরু-ছাগলের হাট!

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

বিরাট গরু-ছাগলের হাট নাম শুইনাই এ হাটে আমার যাওয়ার ইচ্ছাটা শেষ হয়ে গেল। আমার বন্ধু বলে কেন তুমি গেলে না? আরে ভাই আমি বেসরকারী চাকুরীজীবি সামান্য যা পাই, তা দিয়ে শেয়ারে গরু কিনতে হয় একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে। তাই আমার দ্বারা এত বড় বড় গরু-ছাগল কিনাতো দূরে থাক দেখাও কষ্ট সাধ্য ও সময় নষ্ট হবে। তাই আর গেলামই না, আর যাবই না। বন্ধু বলে কস কি তুর রেঞ্চের মধ্যে গরু পাবি না।

আমিতো এখানে ছোট-বড় সব সাইজের গরু-ছাগল দেখে আসলাম। তাহলে কহ দোস্ত সব সাইজের গরু-ছাগল যদি থাকে, তাহলে এই ইজারাদাররা কেন ব্যানার, পোষ্টারে বিরাট গরু ছাগলের হাট লেইখ্যা রাখছে। একটা না কয়েকটা হাটের সামনে একই কথা লেখা। লাইন টা কি এভাবে হওয়া উচিত ছিল না দোস্ত তুই কও- গরু-ছাগলের বিরাট হাট। এ বিষয় অনেক আগেই ইত্যাদি না কি অন্য কোথায় আলোচনা হতে দেখেছি।

আজ আবার মনে পড়ল। সবকাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, নিরাপদে ও আনন্দে আপনার ঈদ কাটুক। ল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।