আমাদের কথা খুঁজে নিন

   

স্বৈরাচারী মন -সজিব তৌহিদ

I am waiting for someone and I know she will ever come. আমি একটা হারামজাদা। আমার মনটা বড়ই স্বৈরাচার । আমার চরিত্র অস্বাভাবিক বৈচিত্র্যময়। আমার মানসিকতা অশ্লীল। আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনশীল।

মাঝে-মাঝে নিজেকে বড্ড অসহায় ভাবি। মনে হয় পৃথিবীর একমাত্র দু:খী প্রাণী আমি । আমার কোন প্রাণ নেই , জান নেই , উচ্ছ্বাস নেই ,নেই প্রেম-প্রীতি ভালোবাসা । শুধু আছে হতাশা , নিরাশা, হিংসা-ঈর্ষা আর গভীর পরশীকাতরতা। আমারই চোখের সামনে যখন অমার প্রিয় বন্ধু তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরোয় সকালে একজন , দুপুরে আরেকজন , বিকেলে অন্যজনকে নিয়ে ।

তখন আমার হৃদয় হিংসায় ,ক্রোধে-বিদ্বেষে অপহৃত হয় । শুধু মনে হয় , সবাই প্রেম করে । কেউ একটা করে, কেউ একাধিক করে । কেউ আবার ধরে আরে ছাড়ে। ‘ কিন্তু হায় ! আমারই অপর প্রেম নাহি ভর করে।

’ কিন্তু কেন জানি মনে হয় ,সেই চরম ও পরম আকাঙ্খার প্রেম আমার হৃদয়ে এসে বৃষ্টি ছড়াবে । সেই বৃষ্টিতে আমিও হয়তো গড়াগড়ি দিয়ে রিক্ত মনকে সিক্ত করব। কিন্তু এই বিষাক্ত জীবনের দূষিত মানষিকতা কিভাবে যে পরিত্যাগ করব তা আমি আজও রপ্ত করতে পারিনি । কেবল মনে হয় মনটা কত উদ্ভুত , ভয়ংকর এবং মারাত্মক । যার আকার নেই ,আকৃতি নেই ,বয়স নেই ,ওজন নেই ।

সে মোটা ,না চিকন পৃথিবীর ৭০০ কোটি মানুষের বলার সাধ্য নেই । অথচ সেই মন কতভাবেই না আমার সাথে টালবাহানা করছে ,লীলা খেলা করছে। আর অমাকে সমাজে নানাভাবে বিলা করছে । আজ তাই বলতে ইচ্ছা করছে, অবাক মন অবাক করলে তুমি জন্মেই দেখি তোমার ভ-ামী। তাইতো আজ যাকে ভালো লাগে, আগামীকাল তাকে লাগে না।

কাল যাকে মনের রাণী মনে হয়। পরশুদিন তাকে মনে হয় ডাইনি । এখন যাকে অপরূপ অনিন্দ্য সুন্দর মনে হয় । কিছুদিন পর তাকে দেখি আকষর্ণহীন বিভৎস রুচিহীন । আজ যাকে মনের বাড়িতে নন্দিত মনে হয়, কাল তাকে দেখি নিন্দিত ।

ক্ষানিক আগে আমার অকুল মন যাকে ব্যাকুল হয়ে জীবনের শেষ প্রেম দিতে উদ্বুদ্ধ ছিল । এখন রাস্তায় চলতি পথে নতুন আরেক জনকে দেখে তার প্রতি নিরন্তর ভালোবাসা জন্ম নিল । উফ........ ! ক্ষমা করো ............! “ হরি যিশু ঈশ্বর,ভগবান , খোদা দয়াময় । এমনি করে আর কতকাল হবে অমার চরিত্রের পরাজয় । ” স্মৃতির মলাট উল্টে, বিবেকের বোতামগুলো খুলে যখন আমি আমার দৃষ্টিভঙ্গি , মানসিকতা ও চরিত্রের অস্বাভাবিক পরিবর্তনের কারণ অনুসন্ধান করতে থাকি ।

তখন অস্পষ্ট-আবছা মনে পড়ে-কাক ডাকা ভোরে ,¯িœগ্ধ সকালে , কিংবা তপ্ত দুপুরে অথবা সোনালী বিকেলে ছেলে বেলায় যার সাথে ভবঘুরে স্বপ্নিল কাল কেটেছে । যাকে আমি আমার গড়ল মনের সরল ভালোবাসার দীপ্ত প্রদীপ নিরবে-নিভৃতে অপর্ণ করেছিলাম । সে চলে গেছে....! সেই থেকে শুরু হয়েছে আমাার জীবনের পরিবর্তন । আজ অবধি আমার স্বৈরাচারী মনের হচ্ছে নিত্য-নতুন বিবর্তন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.