আমাদের কথা খুঁজে নিন

   

বার্সার পতন শুরু হলো বলে...

হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... এককালের ব্রিটিশ পরাশক্তি আজ মৃতপ্রায়। বৃটেনরে তেমন কেউ গুণে না। রাশিয়া, জার্মানী তো হারায়ে গেছে কবেই। কদিন আগে থেকে বার্সার একটু বেশীই লাফালাফি শুরু হয়ে গিয়েছিলো। ভালো খেলা, তার জন্য গর্ব করা এক জিনিস।

আর অহঙ্কার, অহমিকা আরেক জিনিস। ময়মনসিং এর একটা বুলি মনে পড়ে গেলো। "না পাইয়া পাইছে ধন, বাপে পুতে লাগাইছে কীর্ত্তন" বার্সার অবস্থা হইছে অনেকটা সেরকম। সেদিন কোন ব্লগার ভাই এর একটা পোস্ট দেখলাম এটার উপর। রিয়েল নাকি বন্দুকের নলের মুখে প্রায় সবগুলা ট্রফি জিতে নিয়েছে।

তাহলে রোনালদো, বেকহাম, কার্লোসরা কি আঙ্গুল চুষতেন? রিয়েল এর পুরনো প্লেয়াররা সবাই আনাড়ি ছিলেন তাই না? যদি তাই হয় তবে গত এক দশক ধরে বার্সার সাফল্যের মূল রহস্য রেফারির বদান্যতা। বার্সা-চেলসি ম্যাচের আগে এক বার্সা সমর্থক পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন এই ব্লগেই, বারবার রেফারির হেল্প নিয়া জেতা দেখতে দেখতে ঘেন্না ধরে গেছে দলটার প্রতি। সত্য একটা কমেন্ট। শিবলী ভাইকে অভিনন্দন এরকম একটা সাহসী কমেন্টের জন্য। কারণ বার্সা সমর্থকরা সত্যটা সহজে মেনে নিতে পারেনা।

খুব কষ্ট হয় উনাদের। বার্সা ভালো খেলে এটা একজন রিয়েল সমর্থক হিসেবে মেনে নিতে আমার আপত্তি নাই। কিন্তু অপরাজেয় না। ভীনগ্রহের ফুটবল না। ১১ জন একাট্টা হয়ে খেলতে পারে।

কারণ দলবদলের তেমন ঝামেলা ওদের থাকেনা। একটা টিম হয়ে গেছে বছরের পর বছর একসাথে খেলতে পেরে। রিয়েল এতোগুলা প্লেয়ার কিনেও যেটা এখনো সময় লেগে যাচ্ছে। আরেকটু সময় হয়তো লাগবে। কিন্তু তাই বলে ভীনগ্রহের ফুটবল এটা সেটা বলে তো বার্সাকে নিয়ে মাথায় তুলে নাচানাচি অবস্থা।

সেই অহমিকা ভাঙ্গছে। একটু একটু করে ভেঙ্গে পড়ছে মেসিকেন্দ্রিক সাম্রাজ্য। এক মেসির নৈপুণ্যে বারবার জেতা একটি দল কি প্রমাণ করতে চায়? রেফারির দান করা পেনাল্টি আর ফ্রী কিক পেয়ে কি প্রমাণ করতে চায় তারা পৃথিবীর সেরা দল? ফুটবলটা কুতকুত না ভাইজান। দিন তো কেবল শুরু। একটা হাস্যকর কথা না বলে পারছি না।

বার্সার সাপোর্টারদের ম্যাক্সিমাম আজকেই বার্সা সাপোর্ট করা ছেড়ে দিবে যদি মেসি বার্সায় আর না খেলে। এই ব্যাপারটা নিয়ে আগে কনফিউশান এ ছিলাম। এখন নিশ্চিত। এরা এমনও আছে বার্সা নামে একটা দল আছে নামটাও জানতো না। একটি বিশেষ দেশের ফুটবলের সমর্থকরাই মূলত এখন সিজনাল বার্সা সমর্থক।

বার্সার দূর্দিন আসলেই সমর্থন চলে যাবে। আজ যদি রোনালদো বার্সায় খেলে একজন রিয়েল সমর্থক হিসেবে বলবো গো টু হেল রোনালদো। কারণ আমি একজন খেলোয়াড়ের সমর্থক না। দল রিয়েল মাদ্রিদের সমর্থক। রিয়েল মাদ্রিদ সমর্থকরা বার্সার সমর্থকদের মত না।

শেষ ৫ বছরে রিয়েলের তেমন সাফল্য নেই। বারবার ব্যার্থতা সফলতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে রিয়েল। তবে সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হলো একটা টিম হয়ে খেলতে পারছে। ভয় ধরানো খেলা খেলতে পারছে। কাল রাতে বার্সাকে যেভাবে নাকানি চুবানি খাওয়ালো রিয়েল তাতে সমর্থক হিসেবে গর্ব হচ্ছে আমার।

প্রথম লেগে হেরে যাওয়ার পরেও এভাবে ফিরে আসা। এক মিনিটের জন্যও লড়াইয়ের মাঠ ছেড়ে না যাওয়া, স্পেস না দিয়ে খেলা, ড্রিবলিং, অনিন্দ্যসুন্দর পাস, অসাধারণ গোল, একজনের উপর নির্ভর না থাকা; মাথা নস্ট খেলে জয় যাকে বলে। ফিরে আসাগুলো হোক তবে এমনই। প্রতিটা ফিরে আসাকেই আমার বিনম্র শ্রদ্ধা। Hala Madrid !!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।