আমাদের কথা খুঁজে নিন

   

বার্সার মধুর প্রতিশোধ

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু
আবারও মেসি ম্যাজিক এবং বার্সেলোনার বিজয়। এই ম্যাজিকের জন্য মেসির ভাবনার কিছু ছিল না। লা লিগার চলতি মৌসুমে বার্সেলোনার একমাত্র পরাজয় যাদের কাছে তাদের বিপক্ষে মেসি একটু অন্যরকমভাবে জ্বলে উঠতেই পারেন। তিনি তাই করলেন। লিওনেল মেসি বার্সেলোনাকে প্রতিশোধ নিতে সহায়তা করলেন।

বরং বলা যায় তার দায়িত্বটুকু পালন করলেন। গত সেপ্টেম্বরে হারকিউলিসের বিপক্ষে ২-০ ব্যবধানে নিজেদের মাঠে পরাজিত হয়েছিল কাতালানরা। গত শনিবার হারকিউলিসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্ডিওলার দল। যার দুটি গোলই (৮৭ ও ৮৯ মিনিটে) এসেছে লিওনেল মেসির পা থেকে। দুর্দান্ত মেসিকে আটকে রাখার সাধ্য ছিল না হারকিউলিসের রক্ষণভাগের এবং সেই সঙ্গে লিওনেল মেসি যেন প্রতিনিয়তই বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন তার শ্রেষ্ঠত্বের কথা।

মৌসুমের ৩২ ম্যাচ থেকে ৩৭ গোল সে কথা উচ্চৈঃস্বরেই ঘোষণা করছে। যার গোলের গড় দাঁড়িয়ে গেল ১ দশমিক ৬। বার্সেলোনা পক্ষে অপর গোলটি করেছেন পেদ্রো (৪৩ মিনিটে)। বার্সেলোনা এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল। রিয়াল মাদ্রিদের পয়েন্ট সংখ্যা ২০ ম্যাচে ৫১।

গতকাল তারা জয়ী হলেও বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনেই থাকবে। বার্সেলোনা লা লিগাতে তাদের টানা ১৫তম বিজয় তুলে নিয়েছে। লা লিগাতে সর্বোচ্চ ম্যাচে টানা বিজয়ের রেকর্ড বার্সেলোনার দখলেই চলে গেল। এই রেকর্ড তারা অর্জন করেছিল গত ম্যাচে বিজয়ের মধ্য দিয়েই। লিওনেল মেসি চলতি মৌসুমের ৩২তম ম্যাচে ৩৭তম গোল করলেন গত পরশু।

সমান ম্যাচে ক্রিষ্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা ৩২টি। তবে ক্রিষ্টিয়ানো রোনালদো এগিয়ে আছেন লা লিগার গোলদাতার তালিকায়। গতকাল রাতের ম্যাচ ছাড়াই তিনি মেসির চেয়ে এক গোলে এগিয়ে আছেন। লা লিগাতে মেসির গোল সংখ্যা ২১টি এবং রোনালদোর ২২টি। লা লিগাতে গত পরশু ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সেভিলাকে।

তারা দিপোর্তিভোর সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করে। মালাগার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল জারাগোজা। এছাড়াও সুসিদাদ ২-০ গোলে জয় পেয়েছে আলমেরিয়ার বিপক্ষে। মায়োর্কার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে স্পোর্টিং। লেভেন্তে ২-০ ব্যবধানে জয় পেয়েছে গ্যাটাফের বিপক্ষে।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।