আমাদের কথা খুঁজে নিন

   

একটা গল্প বলি, শোনো

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) একটা গল্প বলি। শোনো: একদিন এক বাঘের গলায় হাড় ফুটলো।

(বক্তা নিজেই প্রশ্ন করলো শ্রোতা কে) =কিভাবে ফুটলো জানো? বনে হরিন শিকার করছিলো, তার পর হরিনের হাড় ঢুকছে। তার পর বাঘ গেলো এক বকের কাছে। বক থাকতো এক বড় বিলে। আবার শ্রোতার প্রতি প্রশ্ন = বিল কি জানো? হুমম? পুকুরের মতন কিন্তু লম্বাআআআ। বকের ছিলো লম্বা গলা।

বাঘ বললো তুমি তোমার লম্বা গলা দিয়ে আমার গলার হাড় বের করে দাও। বিনিময়ে তোমাকে দেবো পুরষ্কার। বক তার লম্বা গলা বাঘের মুখের ভেতর ঢুকিয়ে হাড় বের করে এনে দিলো। এরপর বললো, এবার আমার পুরষ্কার দাও। বাঘ বললো তুমি যখন আমার গলার ভেতর তোমার গলা ঢুকিয়েছো তখন যে তোমার গলা খেয়ে ফেলিনি এটাই কি তোমার পুরষ্কার নয়? বক মনের দুঃখে চলে গেলো............................................................................... বিদ্যুত না থাকলে পাশে বিল্ডিংয়ের এক বাচ্চা বারান্দায় এসে নিজের মনে গল্প করে।

আমাদের বাসা থেকে তা শোনা যায়। আজ বিদ্যুত গেলে আমি লিখছিলাম এর মাঝে শুনি পিচ্চি গল্প বলছিলো। শুনতে খুব ভাল লাগছিলো। তাই শেয়ার করলাম আপনাদের সাথে। আজ সন্ধ্যয় শুনি বলছে, "বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান না, ইন্ডিয়া না।

বাংলাদেশ জিন্দাবাদ" আবার বলছে, "এই মহাখালী, বিআরটিসি" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.