আমাদের কথা খুঁজে নিন

   

আমার একটা পাকিস্তান ক্রিকেট দল কে সমর্থন করা নিয়ে একটা পোস্টের কমেন্ট।

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.।

বিষয়ঃ পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করা যদি দোষ হয় ?? তাইলে মানুষ ডিভি নিয়ে আমেরিকায় যেতে চায় কেন ?? কিছু কমেন্টঃ থাবা_বাবা বলেছেন: ভাই, আপনের বাপ কি পাকিস্তানী নারীতে আসক্ত ছিল, নাকি আপনের মা মুক্তিযুদ্ধের সময় পাক আর্মি ক্যাম্পে খেপ মাইরা আসতো??? চয়ন কান্তি বলেছেন: বাপের দেশ ফাকিস্তানে যেয়ে মর। আর ভারতের সাথে ফাকিস্তানের তুলনা করবি না।

একটা আমাদের লক্ষ লক্ষ প্রাণ কেরে নিছে আর আরেকটা আমাদের স্বাধীনতা দিসে। কাকলাশ বলেছেন: ভাই, যারা খেলার সাথে রাজনীতির তুলনা করে, খেলার সাথে আমাদের স্বাধীনতার সাদৃশ্য খুঁজতে চায়, তারা কি আসলেই বুজুএ খেলা কাকে বলে??? আমাদের দেশ এরশাদ শিকদার কে শাস্তি দিয়েছিল, এরশাদ শিকদার এর জন্মভূমিকে শাস্তি দেয় নাই। আমি মাখন বলেছেন: ভাইরে কেন যে এসব যুক্তি দেখান। মাথায় আগুন ধইরা যায় পাক-ভারতের নাম শুনলে। ইচ্ছা করে জ্বীবন্ত জ্বালায় দেই ওদেরকে ধরে।

কেন বুঝতে চান না পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশ আছে। সেই দেশেই আপনার আমার জন্ম। এটা এমনই একটা দেশ যার জন্যে যুগে যুগে এদেশের মানুষেরা প্রাণ দিয়ে গেছে, এখনো দিচ্ছে। গর্ব করার মত এদেশের যা আছে তা পৃথিবীর কোন দেশের কোন কালেই ছিল না। আমি বলছি না পাকিস্তানের সবাই ধর্ষক।

আমি বলছি ঐ নামটা আমাদের ইতিহাসের যেইখানেই আছে তার সবটাই কলঙ্কিত। পাকিস্তানের দু-একটা মানুষকে আপনার ভাল লাগতেই পারে। এমনকি পুরো দেশটাকেই ভাল লাগতে পারে। কিন্তু সেইটা কখনই আপনার গৌরবের না লজ্জার। আপনার হয়ত পাকিস্তান দলকে ভাল লাগে কারণ ঐ দলে অনেক বিশ্বমানের খেলোয়ার আছে।

কিন্তু আপনি একজন বাংলাদেশী হিসেবে পাকিস্তান ক্রিকেট দলকে কখনই গর্বের সাথে সমর্থন করতে পারেন না। কারণ এই দলটা পাকিস্তান নামক দেশটাকেই প্রতিনিধিত্ব করে। আর পাকিস্তান সেই দেশেরই নাম যেটা আমাদের কলঙ্কিত , শোষিত, লাঞ্ছিত করেছে যখনই সুযোগ পেয়েছে। নিজেক অনেক বেশি সংযোত রেখে কথাগুলো বললাম আশা করি বুঝতে পেরেছেন। কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: দেখুন , পাকিস্তানকে ক্ষমা করা যেত,যদি ওরা ওদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতো ,কিন্তু ওরা তা করে নাই ।

তাই ওদের কোন কিছুই সাপোর্ট করা যাবেনা। যারা করে তারা কতিপয় আত্নপরিচয় সংকটে ভোগা কীট ছাড়া আর কিছুই নাই। ফাকিস্তান টীমের সবাই চোর ,বাটপার ,জুয়ারী ছাড়া আর কিছুই না। এইটা সবাই জানে। খেলার মাঠে স্লেজিং,দর্শকদের মারতে যাওয়ার মত ঘটনা কেবল ফাকিস্তানীদের পক্ষেই সম্ভব।

আর সাধারন পাকিস্তানী জনগন ঐগুলাতো সব এক একটা সন্ত্রাসী , আমার জানামতে বাংলাদেশী এক ছাত্র যে কিনা স্কলারশীপ নিয়ে বিদেশে পড়তে গেছিলো ,সে ৭১ নিয়া গর্ব করাতে কতিপয় পাকিস্তানি সন্তান তাকে পিটিয়ে মেরেছে। এই হলো পাকিস্তান। ফাকিস্তান বলতেই আমার সামনে কতগুলো জারজ শুয়োরের চেহারা ভেসে ওঠে, যারা এদেশী ফাকিস্তানের সাপোর্টার নয় তারা জন্মগতভাবে জারজ ,নতুবা মানষিক ভাবে জারজ। নতুবা সন্ত্রাসী ,গুন্ডা ছাড়া কিছুই না। কারন একজন সুস্থ মনের মানুষ কোনদিনই ফাকিস্তান সাপোর্ট করতে পারেনা কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: @চয়নকান্তিঃ ভারত আমাদের স্বাধীনতা দেই নাই,আমরা অর্জন করছি।

রক্ত দিয়ে বাংলা কিনছি। ওরা সহযোগিতা করছিলো ঠিক আছে,কিন্তু তার মানে এই নয় ওরা স্বাধীনতা দিছে । রিপেনডিল বলেছেন: আমাদের মেডিকেলে বেশ কয়েকজন পাকিস্তানি আছে আমার ক্লাসমেট, আমি তাদের মধ্যে বাংলাদেশকে ঘৃনা করার মত কোন মেন্টালিটি দেখিনি, তারাও বাংলাদেশের প্রকৃতি দেখে মুগ্ধ হয়, ক্রিকেট খেলাতেও বাংলাদেশ কে সাপোর্ট করে অনেক সময়েই (তবে পাকিস্তানকে বাদ দিয়ে নয়), আমরাই বরং হীনমন্যতার পরিচয় দেই, ঈদের সময়ে হোস্টেলে পাকিস্তানি কয়েকজন মিলে কোরবানীর ঈদ পালন করে, ক্লাসমেটদের কেউ তাদের দাওয়াত দেয়নি কখনো। একটা সময় বা কিছু মানুষ বা দিয়ে পুরো জাতিকে কখনো বিচার করা যায় না। যদি যেত তবে ব্রিটিশ রাও তো খারাপ, তারা কি খুন ধর্ষন অবিচার করেনি? তবে এদেশের জমিদার, নবাব আর রাজা রাও তো খারাপ, তারা সাধারন মানুষকে নির্যাতন করেনি? তবে তো আমরাও খারাপ, দেশ স্বাধীন হয়েছে বলে কি খুন আর ধর্ষন বন্ধ হয়ে গেছে? আমাদের দেশে উপজাতীয় যারা আছেন, একটা সময় পর্যন্ত তাদের অধিকার কোন পর্যায়ে ছিল সেটা আমরা সবাই জানি, এখনো কি আমরা পেরেছি তাদের পূর্ণ অধিকার দিতে? মানসিকতা বদলালে পুরো পৃথিবী বদলে যাবে।

ঘৃনা ঘৃনা বাড়ায়। কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: রাস্তার ফকির, কুত্তার বাচ্চা, ফাকিস্তানে গিয়া মর, আর চয়ন কান্তি ভাদার বাচ্চা, তুই দিল্লি গিয়া মর। ভারত আমাগো স্বাধীনতা দিছে? নাকি আমাগো দ্যাশের ৩০ লাখ লোক বুকের রক্ত দিয়া দেশ স্বাধীন করছে? ভারত-পাকিস্তান কেন ? বাংলাদেশ কি দেশ না? বাংলাদেশীরা কি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে? রিপেনডিল বলেছেন: বাংলাদেশ আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে না, তবে বাংলাদেশের কিছু মানুষ হীনমন্যতায় ভুগছে, আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা চেলসির খেলা দেখে সেই দলের সাপোর্টার হন, বা রজার ফেদেরারের খেলা দেখে মুগ্ধ হন, বা অ্যাপলের আইফোন ব্যবহার করে চমতকৃত হন অথবা প্যারিসের পারফিঊম শুঁকে বিমোহিত হন হবে সেটা আইডেন্টিটি ক্রাইসিস হবে না সেটা হবে মননশীলতা ও ব্যাক্তি স্বাধীনতার প্রমান। নিজের দেশ সবার আগে অবশ্যই, তবে যেখানে নিজের দেশ নেই বা নিজের দেশ কোন ভাবেই সম্পর্কিত নয় সেখানে অন্য দেশের কোন কিছু ভাল লাগলে সেটা কে আপনি ভালো বলবেন না কেন? আপনি বাংলাদেশের নাগরিক, তবে আপনি কি পৃথিবীর কেউ নন? বাংলাদেশ কি সারা বিশ্ব থেকে আলাদা? আমরা নাকি সারা বিশ্বে অতিথীপরায়ন জাতি হিসাবে পরিচিত, একটা দেশের কিছু মানুষের জন্য সারা দেশ কে ঘৃনা করা কি সেই পরিচয় বহন করে? আবারো বলি "ঘৃনা ঘৃনা বাড়ায়", অন্যে কুকুর হয়ে কামড় দিলে আমরাও যেন কুকুর না হয়ে য। _____________________________________________ এইখানে কাদের ভাষা আপনাদের কাছে ভয়ংকর লাগছে?? রিপেনডিল কে তার মানসিকতার জন্য সালাম।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.