আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর মোটামুটি সব দেশের একটা সেনাবাহিনী রয়েছে :: পৃথিবীতে একটা মাত্র সেনাবাহিনীর জন্য রয়েছে আস্ত একটা দেশ (!!)

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক

১। হ্যা । ঠিকই ধরেছেন। সেই বিখ্যাত সেনাবাহিনীটার নাম হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। বর্বরদের দেশে বর্বরতাই আইন ।

তাই এই শিরোনামটা জোক হলেও কঠিন বাস্তব। বার বার সেনাশাসনে পড়া অর্থনৈতিক ভাবে দু:স্থ পাকিস্তানকে এখন মনে হয় তলাবিহীন ঝুড়ি বলার সময় এসে গেছে । "ব্রাদার" ডেকে পাকিস্তান যেমন মুম্বাই হামলা ভাগিদার বাংলাদেশকে বানাতে চেয়েছিলো তেমন বাংলাদেশের উচিত "ব্রাদার" ডেকে তলাবিহীন ঝুড়ি উপমা পাকিস্তানের সাথে শেয়ার করা । ২। আমাদের মউন ইউ আহমেদকে ধন্যবাদ জানাই তিনি বিবেচকের মতো ক্ষমতা দখলে ভুলটা করেননি (তার অন্যান্য কাজ গুলো অবিবেচকের মতো হলেও) ।

বাংলাদেশও পাকিস্তানের পিছে পিছে সেনাবাহিনীর দেশ হওয়ার হাত থেকে বেচেছে । ভবিষৎ জানি না তবে এটা খালি আশা করি বর্তমান সরকার বা বিরোধীদল জেনো অতীত থেকে শিক্ষা নেয় - নিজেরা কামড়া কামড়ি করে খাল কেটে ডায়নোসর যেনো না নিয়ে আসে । ৩। বারাক ওবামা আর বিখ্যাত মিশরের ভাষনের কথা সবাই জানেন । না জানলে পুরো ভাষনটা একবার শোনার অনুরোধ করছি।

পাকিস্তানে সেনা পাঠাবেন না বলে মনস্থির করেছেন ওবামা। বেশ ভালো ব্যাপার। ইরান আর ফিলিস্তিনের ব্যাপারে তিনি বেশ উদার মনা। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপারে তার উদার মনা ভাবটার চে বুদ্ধিমান প্রখর ব্রেনটা কাজে লাগলেই মনে হয় ভালো হয় । এই যন্ত্রনা নির্মূল করার তিনি একজন কার্যকর মানুষ ।

কিন্তু আফসোস তার সামর্থের ব্যাপারে আমার সন্দেহ আছে । (সেটা আরেক পোষ্টে আলাপ করা যাবে) ৪। বাংলাদেশ যতদিন থাকবে এদেশের মানুষ চরম ঘৃনা ভরে পাকি আর্মীর কথা স্মরন করবে । বাংলাদেশে ঘটিত যুদ্ধাপরাধের পিছনে কতটুকু দায়ী পাকি আর্মী আর কতটুকু সাধারন মানুষ এটা নিয়ে গবেষনা হওয়া উচিত । আমার কেন জানি মনে বাংলাদেশে এত নির্মম অমানবিক অত্যাচারে পিছনে রেসিজম একটা বিরাট ইস্যু ।

পাকি আর্মীর চাদ বদন খাড়া নাক , ফর্সা চামড়ার লোকজন বাংলাদেশের বোচানাক , ময়লা চামড়ার মানুষের উদ্ধত্য সহ্য করতে না পেরে পাইকারি গণহত্যা চালিয়েছিলো। ৫। পাকিস্তানের ক্রিকেট দলে আনপ্রডিক্টেবল ডাকা হয় । পাকিস্তান ২০টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে । এমন একটা দেশ যেখানে ক্রিকেট খেলতে যাওয়া শ্রীলংকা দলে সন্ত্রাসী হামলার মুখে চুল পরিমানের জন্য বেচে যায় ।

এমন একটা দেশ যেখানে সবার কাছে আর্তি/ভিক্ষা জানিয়েও খেলতে যাওয়ার লোক পায় না। পাকিস্তানে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ও সরিয়ে নেয়া হয়েছে । এখান থেকে বিশ্বকাপ জয় আশ্চর্যের ব্যাপার বৈকি । পাকিস্তান ক্রিকেট দলের শিক্ষা নিয়ে পাকিস্তানের তরুনরা যদি ঘুরে না দাড়ায় -- পাকিস্তান বাকি দুনিয়ার জন্য একটা বিষফোড়া হিসাবেই রয়ে যাবে । ৬।

আমাদের সংস্কৃতির কপি পেষ্টের নিয়মটা বেশ সোজা । অরিজিনিল পিস (ধরা যাক মুভি) ফ্রেন্চ / ইটালিয়ান/ জাপানি / পোলিশ /ইরানি | | হলিউডে আমেরিকার চিজ ফ্রাইড বার্গার আর পপকর্ন নিয়ে পরিবেশিত | | পাকি/ ইন্ডিয়ার তেল চুপে চুপে ভার্শন | | আমাদের ঢালিউডে খেমটা নাচ ভার্শন ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ জেএমবি বা এই লাইনের বাইরে যাবে কেন ? কুত্তার বাচ্চারও কপি পেষ্ট করে আত্মঘাতী বোমা হামলার প্ল্যান বানায় । ৭। পাকি আর্মীর একটা জুজু দরকার । ভারত কে বিশাল জুজু হিসাবে তারা সারাক্ষনই ব্যবহার করেছে ।

ভারত না থাকলে পাকি আর্মীও থাকতো না । ভারত পারমানবিক বোমা বানানোর পর ভুট্টো শুওরটা বলেছিলো ঘাস খেয়ে হলেও পারমানবিক বোমা বানাবে । সেটা তারা বানিয়েছে । সেই পারমানবিক বোমার নিয়ন্ত্রন কারা আছে এটা একটা ভাবনার ব্যাপার । উন্মাদ বুশের হাতেও মনে এই সুইচ পাক আর্মি হাতের চে নিরাপদে ছিলো ।

৮। আল- কায়েদা ঘোষনা করছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকি পারমানবিক বোমা ব্যবহার করবে । খবরটা পড়ার পর থেকেই মাথায় আগুন জ্বলছে । এই বেজন্মা কুকুরের বাচ্চাদের জন্য লক্ষ লক্ষ মানুষ ভোগান্তিতে আছে । এখন আবার নতুন উৎপাত ।

এদের ঝাড়ে বংশে বিনাশ করতে হবে । নিরীহ মানুষদের ব্রেন ওয়াশ করে এরা বিপ্লব করতে চাইছে । আসলে এরা রক্তলোভি উন্মত্ত পশু ছাড়া আর কিছু নয় । আর পাকি আর্মীর গিরগিটি চরিত্রের কারনে এরা ঝামেলা যদি জিইয়ে রাখতে চায় তো অবাক হওয়ার কিছু নেই । ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ পোষ্ট দেয়া বন্ধ রাখার কথা ছিলো ।

"সোজা কথা" নামে ব্লগারকে ব্যান করে রাখা হয়েছে উপযুক্ত কারন ছাড়ায় । খারেজির কমেন্ত ব্যান । এবং কর্তৃপক্ষ নিশ্চুপ । আমাদের ভাষায়" তিব্র দিক্কার "না । তীব্র ধিক্কার দিলাম কর্তৃপক্ষের এই কাপুরুষচিত আচরনের জন্য ।

মডারেশনে স্বচ্ছতা চাই । Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.