আমাদের কথা খুঁজে নিন

   

একটা হরতাল ! একটা বিক্ষোভ ! একটা প্রাণ!

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা আজ সত্যি মনে হয় আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি । সময় সময় নেই বড্ড অভাব সময়ের । এর মাঝেও কিছু মানুষ আছে খূব ভালো । আজ আমি ভালো নেই । সমস্ত আকাশ ভেঙ্গে অঝর ধারায় বর্ষণ হচ্ছে ।

রাস্তায় হাঁটু পানি জনজীবন বিপর্যস্ত তবুও আমরা কেউ কেউ আছি ব্যস্ত নিজেদের নিয়ে এতটাই তার আর বলতে চাইছিনা । আজ ভালো নেই এইটুকু বলতে পারি । সেই রোড ট্রাফিক এক্সিডেন্ট এর হেড ইনজুরির সেই লোকটা আজ আর নেই মারা গেছে অথচ কত না চেষ্টা কত ব্যাগ রক্ত দেয়া হলো তাকে অপারেসন ও করা হলো । মেয়েটি অপেক্ষায় কখন খুলেবে চোখ তার বাবা, মা এক পাশে এলো চুলে আজ প্রায় তিন সপ্তাহ । স্বামীর সুস্থতার অপেক্ষায় ।

আজ সকল কে সব চিন্তা থেকে মুক্তি দিয়ে চলে গেলেন । .যার মেয়ে মাত্র ১০ বছরের আরো ছোট বাচ্চা আছে আড়ো দূটি । আমি নির্বাক হয়ে দেখছিলাম সব । একটা হরতাল ! একটা বিক্ষোভ ! একটা প্রাণ নেই হয়ত কিছুই এসে যাবে না কারো । যার গেল সে ছাড়া আর কেউ বুঝবে না এ ব্যাথা ।

এই ভাবেই হয়ত আমাদের ও চলে যেতে হবে তবে কেন আর মায়া বাড়ানো বলো প্রশ্ন নিজে নিজেকেই করি । আমার কেবলি এই গানটা মনে পরছে আজ বন্ধুদের সাথে শেয়ার করলাম । এই দুনিয়া এখন তো আর সে দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুন্যিয়া বোঝাই. এই মানুষের ভীরে আমার সেই মানুষ নাই এ মাটির দেহ খাইল ঘুণে দেখল না তো কেউ সারাজীবন দুই নয়নে রইলো জলের ঢেউ আমার দুঃখের কথা কইতে গেলে এ দুনিয়ার সবাই বলে শোনার নাই এ মানুষ ভীরে আমার সে মানুষ নাই হায় এখন বুঝি দারুন সময় বদলে গেছে দিন কেউ আমারে চায় না দিতে একটু সময় ঋণ আমার মনের বাগান রইলো খালি , সে বাগানের সূজন মালি বোলো কোথায় পাই এ মানুষের ভীরে আমার সে মানুষ নাই । । এ দুনিয়ে এখন তো আর সে দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়ে বোঝাই ।

। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.