আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের এক অঙ্গীকারনামা!!!

আমি অথৈ জলে খুঁজে ছিলাম, পূর্ণিমারই চাঁদ...

পড়ন্ত বিকালের আলোয় জানতে চাইলো মেয়েটি, "বন্ধুত্ব কাকে বলে?" বিস্মিত কন্ঠে প্রশ্ন করলো ছেলেটি, "তুমি জানো না বুঝি?" "না!" মেয়েটি প্রতিউত্তর দিলো। ভীষণ মায়া ভরা কন্ঠে ছেলেটি বললো, "বেশ শুনো... এই যে তোমার নিঃসঙ্গতা দূর হয় আমি এলে, তোমার কষ্টগুলো অবলীলায় মিশে যায় আমার মনে, একেই বন্ধুত্ব বলে। বন্ধুত্ব একটি বিশ্বাসের নাম। একটি স্বার্থহীন সম্পর্কের নাম। বন্ধুত্ব একটি দৃঢ় বন্ধনের নাম।

" এবার মেয়েটি বেশ অভিমানের কন্ঠে বললো, "তবে যে সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে! বলেছিলে, আজ থেকে আমি তোমার কেউ নই!!!" ছেলেটি সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ে। "হ্যাঁ, বলেছিলাম। কিন্তু তারপরও তো ফিরে এসেছি। এই যে ফিরে আসা, একেই বন্ধুত্ব বলে। তোমার মনে আছে, যেদিন প্রথম শাড়ি পড়েছিলে! তুমি সেদিন ঠিকমতো হাঁটতেই পারছিলে না।

এক সময় পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যাচ্ছিলে, আমি তোমার হাত ধরেছিলাম। তা নিয়ে নিন্দুকেরা অনেক কথাই বলেছিল! কিন্তু তুমি জানো, আমি জানি, এ শুধুই এক বন্ধুর সাহায্যের হাত ছিল তোমার দিকে। প্রিয় বন্ধু আমার, তোমার ডাকে আমি সব কাজ ফেলে ছুটে আসি। তোমার আনন্দের মাঝেই আমি সব আনন্দ খুঁজে পাই, তা কি তুমি জানো? হাত বাড়ালেই সবাই বন্ধু হতে পারে হয়তো, তবে প্রকৃত বন্ধু হতে হলে একটা সুন্দর মনের প্রয়োজন হয়। বন্ধুত্বের মাঝে কোনো চাওয়া-পাওয়া নেই, নেই কোনো লাভ-লোকসানের হিসাব।

হিসাব কষে হয়তো একটা সম্পর্ক গড়া যায়, বন্ধুত্ব নয়!" ছেলেটির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। মেয়েটি উৎসুক দৃষ্টিতে তাকালো। "হাসছো কেন?" রহস্যময় কন্ঠে ছেলেটি জবাব দিলো, "একটা কথা মনে পড়লো, তাই!" "কি কথা?" ছেলেটি শীতল কন্ঠে বললো, "তোমার মনে আছে, এক সময় আমি চেইন স্মোকার ছিলাম। অথচ আজ আমি অন্য এক মানুষ! আমার এই পরিবর্তন শুধুই তোমার জন্য। তুমিই আমাকে অন্ধকার জগৎ থেকে আলোতে ফিরিয়ে এনেছো।

সেই আলোয় আলোকিত আজ আমার জীবন। সত্যিকারের বন্ধু আসলে কখনো বিপথে যেতে দেয় না। তুমিই আমার যোগ্য বন্ধু!!!" ছেলেটি কৃতজ্ঞ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি উচ্ছ্বাসিত কন্ঠে বললো, "জানো আজ বন্ধুত্ব দিবস। তুমি আমাকে কি দিবে?" ছেলেটি স্নিগ্ধ হেসে মেয়েটির দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বললো, "আজীবন বন্ধুত্বের এক অঙ্গীকারনামা।

নেবে???!!!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।