আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের গান

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

বন্ধুত্ব নিয়ে অনেক গান রয়েছে। এ গানগুলোতে বন্ধুত্বের সম্পর্কের স্বরূপ প্রকাশিত হয়েছে। পৃথিবীর সব ভাষার গানেই বন্ধুত্ব আলাদা অনুষঙ্গে ধরা দিয়েছে। সুমন চ্যাটার্জির ( কবীর সুমন) চাইছি তোমার বন্ধুতা গানটি বন্ধুত্বের জনপ্রিয় বাংলা গান। মহিনের ঘোড়াগুলো অ্যালবামের গায়ক গৌতম গেয়েছিলেন, হাত বাড়ালেই বন্ধু সবাই হয় না।

নগরবাউল খ্যাত জেমস বন্ধুর প্রতি আহ্বান জানাতে গেয়েছিলেন তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার? বন্ধুত্ব নিয়ে জেমসের আরো একটি গান রয়েছে। গানটি হলো যেদিন বন্ধু চলে যাবো। সুমন চ্যাটার্জির আরো একটি গান রয়েছে। সেটি হলো, যতো দূরে যাবো বন্ধু। বন্ধুত্ব নিয়ে বাংলায় আরো অনেক গান রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো তুমি কি আজ বন্ধু যাবে আমার সঙ্গে, বন্ধু তুমি, হাল আমলের নিশিতার গান রংধনু ভালো লাগে... বন্ধু তোমায় মনে পড়ে। বন্ধুত্ব নিয়ে বাংলা মুভিতে বেশ কিছু গান রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই গানগুলোতে বন্ধুর সঙ্গে প্রেমিকাকে মিলিয়ে ফেলা হয়েছে। সিনেমার গানের মধ্যে একটাই কথা আছে বাংলায় খুবই জনপ্রিয়তা পেয়েছে। হিন্দি ভাষায় বন্ধুত্বের গানের মধ্যে সোলে মুভির ইয়ে দোস্তি হামনেহি তোরেঙ্গে গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছে।

দিল চাহতা হ্যায় গানটিও বন্ধুত্ব নিয়ে। ইংরেজি ভাষায় বন্ধুত্ব নিয়ে প্রচুর গান রয়েছে। বন জোভি বন্ধুত্ব নিয়ে গেয়েছেন ব্লাড অন ব্লাড গানটি। মারায়া ক্যারি বন্ধুত্বের প্রয়োজনীয়তা নিয়ে গেয়েছেন অ্যানিটাইম ইউ নিউ আ ফ্রেন্ড। সেলিন ডিওন গেয়েছেন বিকজ ইউ লাভড মি।

জিওফ মোরের আ ফ্রেন্ড লাইফ ইউ গানটিও বন্ধুত্ব নিয়ে। স্পাইস গার্লস বন্ধুকে নিয়ে গেয়েছিল গুডবাই মাই ফ্রেন্ড। জন লেনন আর পল ম্যাকার্টনি একে অপরের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তারা একসঙ্গে গেয়েছিরেন বন্ধুত্বের অমর গান ইন মাই লাইফ। বন্ধুত্ব নিয়ে জনপ্রিয় ব্যান্ড বিটলসের একটি জনপ্রিয় গান রয়েছে।

এটি হলো উইথ আ লিটল হেল্প ফ্রম মাই ফ্রেন্ডস। শিল্পী মনিকা আবার বন্ধুর জন্য অপেক্ষা করে গেয়েছেন ওয়েটিং ফর ইউ। মারায়া ক্যারি এবং হুইটনি হাউসটন একসঙ্গে বন্ধুত্ব নিয়ে গেয়েছেন হোয়েন ইউ বিলিভ। বন্ধুত্ব নিয়ে আরো যেসব গান রয়েছে সেগুলো হলো, ম্যাডোনার আই উইল রিমেম্বার, মারায়া ক্যারির আই উইল বি দেয়ার, ববি ব্রাউনের আই অ্যাম ইউর ফ্রেন্ড, এলভিস প্রেসলির লেট মি বি দেয়ার রেড হট চিলি পেপার্স এর মাই ফ্রেন্ড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।