আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের আবেদন

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

‍ ফেস বুকে নাম লিখিয়েছি আনেক দিন শুনেছি এখানে বন্ধুত্বের শ্রোতধারা বয়ে চলে কিন্তু আমার দড়িতে টান পড়েনি একদি‍ন ও প্রতিদিন লগিন করে ছিঁড়া জাল পেতে বসে থাকি বুকের মাঝের রক্ত গোলাপটা বার বার পাঁপড়ি মেলতে চাই ফয়েল প্যাকে সব সময় নিজেকে গুটিয়ে রাখি কোন ভোমরাকে দেইনি কাঁটা ফুটাতে বরফ দিয়ে ঢেকে রাখি হৃদয়ের চারপাশে মাঝে মাঝে গ্রিলের মাংশের শিকায় ফিরে পায় জীবন ফরমালিনের রেশ মিলে যায় একদিন হৃদয় পচতে থাকে ‍তবুও মেলে না এমন কেউ যে হৃদয়কে দেখবে হাতের তাল‍ুতে মেলে ধরে আর নিজেকে দেখবে উষ্ণ চায়ের গুড়োয় মাখা কফিনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।