আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ: The Kid with a Bike (2011)

whereof we cannot speak thereof we must be silent IMDB রেটিং : ৭.৪ রটেন টমাটো রেটিং : ৮.০ আপনি যদি হলিউড বলিউড ঢালিউডের বাইরে ইউরোপিয়ান কোনো মুভি দিয়ে আপনার অভিজ্ঞতা শুরু করতে চান তাহলে আপনি এই মুভি দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি বেলজিয়ান Dardenne ভাইদের নাম শুনে না থাকেন তাহলেও এই মুভি দিয়ে শুরু করতে পারেন। ২০১১ তে কান ফিল্ম উৎসবে গ্র্যান্ড জুরি জয়ী এবং শ্রেষ্ঠ বিদেশী ছবির কাটেগরিতে গোল্ডেন গ্লোব মনোনীত এই ছবি জীবনের ছবি, পশ্চিমা বাস্তবতার ছবি। খুব সামান্য একটি ঘটনা কিভাবে উপস্থাপনা করা যায় তা এই ছবি দেখে কিছুটা হলেও আঁচ করা যায়। ১১ বছরের বাচ্চা cyril কে যখন তার বাবা না বলে পরিত্যাগ করে তখন cyril মোটেও তা স্বীকার করতে চায় না।

বরং মোহগ্রস্ত ভাবে বাবার দেয়া সাইকেল খুঁজে বেড়ায়, যা প্রতিকীভাবে তাদের দুজনের সম্পর্কের শেষ সম্বল। বাচ্চাদের জন্য সরকারী হোম থেকে সে পালায়, নিজের বাসায় ফিরে যায়, বাবাকে খুঁজে ফেরে। সেখানেই হঠাৎ করে এক মহিলা হেয়ারড্রেসার এর সাথে দেখা হয় যে কিনা নিজের অবিশ্বাসেই cyril কে সাহায্য করে। কোনো এক ছোট ছেলের কাছ থেকে সাইকেল কিনে cyril এর কাছে নিয়ে আসে। Cyril কিছুতেই সে বিশ্বাস করতে পারে না যে সেই সাইকেল বাবা বিক্রি করে দিয়েছে বরং বলে যে ওই ছেলেটি হয়তো চুরি করেছে।

এই মহিলা হেয়ারড্রেসার এর সাহায্যেই সে তার বাবাকে খুঁজে পায় কিন্তু বাবা তাকে অভাবের জন্য নিতে চায় না। ছেলে তারপর ড্রাগ বিক্রি করে বাবাকে টাকা ফেরত দেয় ঋণ শোধ করার জন্য কিন্তু তারপরও বাবা তাকে ফিরিয়ে দেয়। এখানে একটা দৃশ্য আছে যেখানে বাবার সাথে একটু বেশিক্ষণ থাকার জন্য ছেলে অনেক চেষ্টা করে যা আপনার মনকে খুবই নাড়া দিবে। মানসিকভাবে বিপর্যস্ত এই বালকের অস্বাভাবিক চালচলন আর ব্যবহার শেষ পর্যন্ত ওই মহিলা হেয়ারড্রেসারকেও হারাবার মত অবস্থা হয়। কিন্তু সেই মহিলা হেয়ারড্রেসার কোনো ফাইট ছাড়া Cyril কে ছেঁড়ে দিতে অস্বীকার করে।

Cyril চরিত্রে Thomas Duret যেমন অসাধারণ ঠিক তেমনি এই ছবির ফটোগ্রাফি। আপনার দেখতে যেয়ে কখনো ক্লান্ত মনে হবে না। বরং ছেলেটির বাইকের সাথে সাথে আপনার মনে হবে আপনি আপনার কোনো দুরন্ত ছেলেবেলায় হারিয়ে গেছেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.