আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির গডফাদার বৃদ্ধ অর্থমন্ত্রী

কত দুর্ভাগা জাতি আমরা! বযসের ভারে ন্যুব্জ বুদ্ধি বিবেকে উদ্বাস্তু এই বেসামাল বাকপটু অর্থমন্ত্রী সিন্দবাদের বুড়োর মতো আমাদের ঘাড়ে চেপে বসেছে! দুর্নীতি চ্যাম্পিয়ন এরা তো কিছু দেখেও দেখে না।পত্রিকা গুলি প্রানান্তকর পরিশ্রমে যখন কোন মহাসাগর চুরি হাতেনাতে দেখিয়ে ও ধরিয়ে দেয় তখন উল্টো কালপ্রিটের পক্ষে ছাফাই গাইতে শুরু করে। গ্রামীন ব্যাংকের উপর হামলে পড়ে। আর শেয়ার বাজার ,ডেসটিনির লুটেরাদের প্রশ্রয় দিয়েই যায়। সোনালী ব্যাংকের দুর্নীতির মেগা সিরিয়ালের মহা এপিসোড ‘হল মার্ক’ কেলেঙ্কারীর মূল হোতা সোনালী ব্যাংককে রক্ষা করতে অর্থমন্ত্রীর নোংরা বক্তব্যকে ধিক্কার জানানোর ভাষা নেই্।এই অর্থমন্ত্রী তথা সরকারের ছত্রছায়ায় এভাবেই শেয়ারবাজার,ডেসটিনি ওঅন্যান্য এম এল এম ও সোনালী ব্যাংকের মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট ক’রে ফেরা হয়। এ জাতির টিকে থাকার কোন অধিকার নেই। বহুকাল আগে আবুল মনসুর আহমেদের ‘সায়েন্টিফিক বিজিনেস’ গল্পের কথা মনে পড়ল ! কতই না প্রাসঙ্গিক! আল্লাহ ফেরেশতাদের হুকুম দিল,‘দুনিয়ায় যেখানে যত বাঙ্গালী আছে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দাও,আর ‘হাইজিনিক মেজার’ হিসাবে ভাল করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দাও;যাতে বাঙ্গালীর বীজানু পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়। কতখানি গ্লানি থেকে উৎসারিত জাতিগত আত্মমূল্যায়ন!! Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।