আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির শিকড় কোথায়?

নিজে শিখি ও অপরকে জানাই বঙ্গবন্ধু একবার বলেছিলেন, বাংলার মেহনতি, গরিব মানুষ দুর্নীতি করেনা, শিক্ষিত মানুষই দুর্নীতি করে । কথাটা যে শতভাগ খাঁটি তা আমাদের দেশের হালচাল দেখলেই টের পাওয়া যায় । উদ্যোক্তা জনাব হাফিযুর রহমান সেদিন ক্যান্টনমেন্ট থেকে তার ব্যবসায়ের মাল নিয়ে সিএনজি করে ফিরছিলেন । পথিমধ্যে আসাদ গেটের কাছে ট্রাফিক পুলিশ সি এন জি আটকে দিল । অবস্থা আঁচ করতে পেরে সি এন জি ড্রাইভার জনাব হাফিজকে বলল যদি পুলিশ আপনাকে জিগায় ভারায় এসেছেন না মিটারে ? আপনি বলবেন, মিটারে ।

এরই মাঝে পুলিশ এসে জনাব হাফিজকে ঠিক ড্রাইভারের ঐ কথাটি জিগাইল । এতে তিনি মিটার দেখিয়ে বললেন দেখেন কিসে এসেছি । পুলিশ সুবিধা করতে না পেরে ড্রাইভারকে পিছনে ডেকে নিয়ে গেল ও বলল জানি ভাড়ায় এসেছিস কিন্তু বলবি না এখন । তো দে ২০ টাকা । টাকা দেয়ার পরই সে গাড়ী ছেড়ে দিল ।

এই হল আমাদের দেশের হাল । এরকম হাজারো ঘটনা হাজির করা যাবে যার সাথে পুলিশ কোন না কোনভাবে জড়িত । গুলিস্থানের হকার বা ফুটফাটের কবিরাজরা পাবলিকের শত টাকা মেরে খাচ্ছে, পুলিশরা জেনেও নির্বিকার । ঢাকা শহরে স্বয়ং পুলিশের উপস্থিতিতেই ছিনতাই হয় ! ঐ সব অপকর্মের হোতারা পুলিশকে বস করে নিয়েছে এরা এখন শুধু ডোরা সাপের মত ফফফস করে কিন্তু অপরাধীদের গায়ে ফুঁও দিতে পারেনা । বেতন খায় পাবলিকের আর হুকুম তামিল করে দুষ্কৃতিকারিদের ।

অবাক হয়ে যাই, এদের এত পাওয়ার দেবার পরও দুর্নীতি দুর হয়না বরং বেড়েই চলেছে । তবে কি যে সর্ষে দিয়ে ভূত ছাড়াব তাতেই ভূত ? অবশ্য বিরোধী শক্তিকে দমিয়ে দিয়ে এদের শক্তির অভাব হয়না । এদের শুভ বুদ্ধির উদয় কবে হবে? লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরী নেয় কেননা,সে জানেই সেও ঘুষ খেয়ে সে টাকা উসুল করে নিতে পারবে । ঘুষ এখন অক্সিজেনের মত হয়ে গেছে যেন এটা ছাড়া জীবন অচল । সমাজের গিরায় গিরায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে ।

সমাজটাকে এবার নতুন করে গড়তে হবে । এ কাজে যেখানে পুলিশরা অগ্রণী ভুমিকা রাখবে সেখানে তারাই নানা অপরাধজনক কাজের মদদদাতা । পুলিশি হেফাজতে আসামি ধর্ষিত এটা যেন এখন কোন অস্বাভাবিক ঘটনা নয় । মানুষ দিন দিন তাদের বিবেককে আস্তাকুরে নিক্ষেপ করছে । চোখের সামনে ঘটে যাওয়া নানা অঘটন সে নির্বিকারভাবে দেখে ও মেনে নেয় জেমনভাবে চতুষ্পদ জন্তু মার খাওয়াকে তার দৈনন্দিন পাওনা হিসেবে মেনে নেয় ।

সমাজের মানুষ কতিপয় কুলাঙ্গারের হাতে বন্দি হয়ে পড়েছে । আগের চেয়ে মানুষ খায় বেশি কিন্তু তাদের গলার আওয়াজ ক্রমশ কমে যাচ্ছে । অপরের সমালোচনায় তারা বেশ সরব কিন্তু সে সমস্যা সমাধানের ব্যাপারে নিরব । এ সমস্যা আর কতদিন চলবে ? আমরা কি এভাবেই দুর্নীতির নাগপাশে বন্দি হয়ে থাকব না এ থেকে উত্তরনের পথ খুজব? সবার কাছে প্রশ্ন রইল আমার ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।