আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতির শাহানশাহ মওদুদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যথাসময়ে যথাযথ আইন অনুসরণ করেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো এ নির্বাচন থেকে ‘পালিয়ে’ না যেতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাঙালি জাতীয়তাবাদ পরিষদ আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশে বলেন, ওই নির্বাচন থেকেও আপনারা পলায়ন কইরেন না। করলেও গভীর রাইতে না।

রাস্তাঘাটে অনেক খারাপ লোকজন থাকে। তিনি আরও বলেন, সামনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, সেখানে আপনারা কী করবেন? আপনারা আসেন বা না-আসেন, আওয়ামী লীগে-আওয়ামী লীগে নির্বাচন হবে। সাধারণ জনগণ সে নির্বাচনে অংশ নেবে। প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে দুর্নীতির শাহানশাহ আখ্যা দিয়ে বলেন, আগে নিজের দুর্নীতির বিচার মোকাবিলা করুন, তারপর আমাদের বিচার করবেন। বাংলাদেশের অতীত ও বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, নাসিক নির্বাচনে সরকার প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব।

সুতরাং দলীয় সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় করতে সরকার কী কী কাজ করছে, কত টাকা ভর্তুকি দিচ্ছে তার ব্যাখ্যা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, বর্তমান সরকার ভাঙাচোরা বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক করতে ফার্নেস অয়েল, ডিজেল আমদানি করছে। ফলে ভর্তুকি ঠেকাতে জ্বালানির দাম বাড়াতে হচ্ছে। এ সুযোগে বিরোধী দল জনগণকে উস্কে দিতে চাইছে।

জনসাধারণকে যেন বিভ্রান্ত করতে না পারে সে লক্ষ্যে সুরঞ্জিত সংসদে আলোচনার মাধ্যমে বিষয়টি জনগণকে জানানোর কথাও বলেন। বিদ্যুৎ পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন, দেশে ভালো মানের কয়লা আছে। পাশাপাশি বিদেশ থেকে কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে সরকার। আলোচনায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।