আমাদের কথা খুঁজে নিন

   

পর্যটন করপোরেসন এ ভর্তি !!

আমি বলছি না ভালবাসতে হবে . আমি চাই কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিক . বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত আমাদের দেশে সবাই চায় তার সন্তানকে ডাক্তার আর ইঞ্জি. বানাতে .অথচ উন্নত দেশ গুলু তে সন্তানের ইচ্ছা মত যা ভালো লাগে তা নিয়ে সে পড়াশুনা করতে পারে . ওরা দক্কতা কে বেশি প্রাধান্য দেয় বেশি .অবিভাবক চিন্তা করে কি পড়লে তার সন্তান ভালো করতে পারে সে বিভাগ নিয়ে সন্তানকে পড়তে দেয় .যেমন আমি ফিনল্যান্ড এ দেখি ১৫-১৭ বয়সী ছেলে মেয়ে নিম্ন লিখিত বিভাগ এ পড়াশুনা করে .ভারী গাড়ি চালানো ,কুক ,বাস চালানো,টাক্সি চালানো ,ওয়েটার ,টেইলারি ,বার টেন্ডার ,বয়স্ক ও শিশু দেখাশুনা করা ,বেকারী কর্মী ,গাড়ি মেরামত করা ,ইলেক্তিসিয়ান ইত্যাদি . উপরের সব গুলা বিষয় এ ওরা ৩ বছরের ডিপ্লোমা কোর্সে করে থাকে .আমার খুবই অবাক লাগে এত উন্নত দেশ এর বাসিন্দা অইয়া এরা এগুলা নিয়া পরে তিন বছরের ডিপ্লোমা কোর্সে . আর আমাদের দেশে যে কেউ ssc বা hsc পাস করলে কি যে হবে সে তা চিন্তায় করতে পারে না .ডাক্তার ,ইঞ্জি. কলেজ আর বিশ্ব . গুরতে গুরতে শেষ . আমরা কি পারিনা আমাদের জুনিয়র দের কে দক্ক কর্মী বা সেবক বানিয়ে দেশ ও বিদেশে তার ভালো কিছু করতে .একজন ভালো করে গাড়ি চালানো শিকে যদি বাস ,ট্রাক চালায় তবে তো আমাদের দেশে এত লোক দুর্ঘটনায় মরে না. ভালো কুক যদি রান্না করে ভালো রেস্টুরান্ট এ তবে বিদেশীরা আমাদের দেশ তেকে বেশি করে ওদের দেশে কর্মী নেবে .দিবে ভালো চাকরি আর ভালো বেতন .এখন যেভাবে বাঙালি দের কম বেতন আর নির্যাতনের শিকার ওয় সেভাবে তো আর নির্যাতিত হতে হবে না .আমি শিকার করি জনগনের তুলনায় আমাদের কারিগড়ি শিক্কা প্রতিষ্টান কম. কিন্তু যে গুলা আছে সে গুলাও তো পড়তে পারে আমাদের জুনিয়র রা . তাই সবাই তো আর ডাক্তার ওয় না অবশেষে বেছে নেই ভিন্ন পথ খারাপ বা মাজামাজি বা ভালো .তাই প্রথম তেকে যদি ভেবে চিনতে সে তার কর্ম পথ বেছে নেয় বা আমরা দেকিয়ে দেই তাতে তো ভালো ছাড়া খারাপ কিছু দেখি না . যখন আমি দেখি যে বিভিন্ন দেশ এ কর্মী নেউয়া হবে তখন কিন্তু সব কোম্পানি চায় দক্ষ কর্মী .আমাদের দেশ থেকে তো ওয়েটার ,কুক ,ড্রাইভার ,দর্জি যেতে পারে দেশের বাইরে বা নিজের দেশের শ্রম বাজারে নিয়োজিত হতে পারে . আর সেটা করতে পারে যারা BBA করার জন্য অনেক টাকা দিয়ে প্রাইভেট এ পড়তে চান তারা তো পর্যটন করপোরেসন তেকে নিতে পারেন ডিগ্রী .সে ডিগ্রী গুলা বা কোর্সে গুলা দেখতে নেট আড্রেস দেখেন-http://nhtti.org/crs_dep_hotel_management.php হোটেল মানেজমেন্ট বা টুরিজম এ পরে যেকোন ও দেশ এ জব করা যাবে সহজে . আমার এক ভাগিনা প্রায় ২ লাক টাকা খরচ করে কুক কোর্স শেষ করে রাডিসন ব্লু তেকে জব পেয়ে ছেড়ে চলে গেছে .কারণ একটাই ইউরোপ এ যাবে একন ও চেষ্টা করে যাচ্ছে কবে যে অর সপ্ন পূরণ হবে ওই জানে .কিন্তু আমার যে ধারণা ইল যে দেশ এ ও ভালো জব আছে এগুলার জন্য .আমার এক বন্ধুর বন্ধু সিলেট এর কুন এক থানায় রেস্তরেন্ট দিসে একটু উন্নত মানের কাস্টমারের জন্য ও ইন্ডিয়া তেকে কুক নিচে বেতন দেয় ৩০০০০ টাকা আর খাবার ও বাসা ফ্রী .এই জব তা তো আমার দেশের একজন করতে পারত আর সিলেট এ ৩০ হাজার রুজি করা কি অত সহজ . ভবিস্যতে আমাদের বিভাগীয় শহর ও জেলা শহর গুলা তে হোটেল আর রেস্তরেন্ট হচ্ছে প্রতিনিয়ত .আর সেই গুলাতে প্রয়োজন হবে দক্ক কর্মীর তাই জব এর জন্য ভাবতে হবে না এসব কোর্স করলে দেশেই.পেপার পড়লে শুদু দেখতে পাই হোটেল নির্মান হচ্ছে কক্সবাজারে আর বড় শহর গুলাতে তাই জব এর চাহিদা বাড়ছে দক্ক কর্মীর . কারণ আগামী দশকে টপ টেন জব এর একটা সেক্টর হলো টুরিজম সেক্টর .সেটা আমাদের কে বলেছিলেন ও একটা ভিডিও দেকিয়ে ছিলেন আমদের এক সার তাই আমি বিশাস করি যে এ সুযোগে যারা hsc পাস করেসেন তাদের জন্য হতে পারে সমুপযুগী কোর্সে .আর যারা ssc করে বিদেশ যেতে যাছে বা দেশ এ জব খুছে তাদের জন্য বেকারী ,কুক, লন্ড্রি ওয়েটার ,কোর্সে গুলা .নিজেকে দক্ক না করে বিদেশ এ পারা দিবেন না .আমার নিজের অভিঘ্তা যা বলে তাই বললাম আপনাদের .আমার সামনে জব আর চরাচরী কিন্তু আমি বলতে পারি না যে আমি এটা পারি বা আমার একটা কোর্স আছে এটার উপর . যা ঔক একটা কিছু করে পরা চলছি এটাই অনেক বেশি আমার জন্য. কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ২৭.০৮.১২ সমকাল তেকে । বানান ভুল গুলার জন্য দুক্কিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.