আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর বিমান ও পর্যটন মন্ত্রী . . .

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। [ মূল] বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের বলেছেন, এদেশে সব কাজেই গড়িমসি হয়। যতক্ষণ প্রধানমন্ত্রী কিছু না বলেন, ততক্ষণ কিছুই হয় না। বমানমন্ত্রী বলেন, পর্যটন নিয়ে দেশীয় সংস্থাগুলোর পরিসংখ্যান ত্রুটিপূর্ণ। তাই এসব পরিসংখানের ওপর কোনো আস্থা নেই।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো মরুভূমির দোজখকে বাজারজাত করতে পারলে আমরা বাংলাদেশের মতো নদ-নদী, সবুজে ঘেরা বেহেশতকে কেন বাজারজাত করতে পারছি না। তিনি এজন্য প্রচারের ব্যর্থতার কথা তুলে ধরেন। পর্যটকদের উৎসাহিত করতে বিমানমন্ত্রী সার্ক দেশগুলোর জন্য অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হয়েছে বলে সেমিনারে জানান। তিনি বলেন, পর্যটনের জন্য প্রয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে পুনর্গঠন করা হবে। বিগত তত্ত্বাববধায়ক সরকারের সময়ে তৈরি করা ব্রান্ডিং রূপময় বাংলাদেশ অত্যন্ত সাদামাটা উল্লেখ করে জিএম কাদের বলেন, বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে নতুন করে ব্রান্ডিং করতে হবে।

কেননা যে কোনো দেশই সৌন্দর্যের কথা বলতে পারে। বর্তমান ব্রান্ডিংয়ের মধ্যে বাংলাদেশের নিজস্ব কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।