আমাদের কথা খুঁজে নিন

   

পর্যটন

পর্যটন সর্বাঙ্গ বাউল বলে বিদেশীর সাথে ঘুরি। পুরী, কাশী, হরিদ্বার ঘুরে আসা, রঙচটা, মৃত মাছের মতন, জুলজুলে চোখ বিদেশীর সাথে ঘুরি। ত্রিভুজ সকালে, ত্রিকালদর্শী বৃদ্ধের সাথে সিদ্ধি খাই। পুরাতন গম্বুজের থেকে ঝাঁক ঝাঁক কবুতর ফুল হয়ে ফোটে। লাল, কালো, শাদা আর শ্লেটরঙ হীরে উড়ে যায় মেঘের মিনারে।

বৌদ্ধ মঠের ভেতর পায়ে মেশে হাজার রঙের ধুলো; পুরাতন ক্ষয়িষ্ণু তন্তুর জালে ম্লান হয় চোখ। বিদেশীর ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দ ওঠে। সৈকতের নোনা জলে ডুবন্ত পা, বাদামের খোসা, নোনা হাওয়া, দিগন্তের ঝাউবন অজানা ভাষায় করে গান। সর্বাঙ্গ বাউল বলে বিদেশীর সাথে ঘুরি। সবুজের সহজিয়া লেকে রাজহাঁস ভাসে।

গণ্ডোলার মতো ভাসে বিদেশীর দেহ। আকাশ নির্জন হলে, উবু হয় নীলপাড় শাড়ি, কাঁপে, বহুগম্বুজের দেশ থেকে ডাকে তাকে সবুজ বেড়াল। ........  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.