আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটম্যান- দ্যা ডার্ক নাইট রাইজেস , অরোরা- কলোরাডো গনহত্যা, ইলুমিনাতি গেম কার্ডের প্রেডিকশান

প্রথমে একটা প্রশ্ন সবার কাছে, অরোরা-কলোরাড সেন্টারে ব্যাটম্যান দার্ক নাইটের স্ক্রিনিং চলাকালীন সমইয়ে যে গণহত্যা চালানো হয় তার খবরটা কে কে পড়েছিলেন বা ইন্টারনেটে দেখেছিলেন সে সময়? না শুনে থাকলে আমি আপনাদের আবার স্মরন করিয়ে দিচ্ছি, তবে খুবই সংক্ষেপে, আর বাকীটা লিঙ্ক থেকে পড়ে নেবেন দয়া করে। এখানে বেশীদিন আগের না, ২০ শে জুলাই,২০১২, ১২টা ৩০ মিনিটে একজন সুসজ্জিত পোশাকে বন্দুক নিয়ে ঢুকে পড়েন কলোরাড এর মুভি থিয়েটারে, সেখানে গুলি চালিয়ে গ্রেনেড মেরে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে হত্যা করে ১২ অনকে এবং আহত হয় ৫৮ জন। উল্লেখ্য তখন ব্যাটম্যান – দ্যা ডার্ক নাইট রাইজেস চলছিলো, তখন ছিলো মধ্যরাত। অররা শপিং মলের ১৬ তলায় চলছিলো ব্যাটম্যান দ্যা ডার্ক নাইট রাইজেস মুভিটি। অন্য সব দর্শকের সাথে তা দেখছিলেন জেমস ইয়োগান হোমস, হঠাত কি মনে করে তিনি থিয়েটার কমপ্লেক্স এর ইমার্জেন্সী ডোর দিয়ে খুব তাড়াহুড়ো করে বের হয়ে যায়, অনেকটা জোড় করেই দরজা খুল বের হয়ে যায় হোমস।

৩০ মিনিট পর আবার একই দরজা দিয়ে বিশেষ পোশাকে সজ্জিত হয়ে বন্দুক নিয়ে ঢুকে পড়ে হোমস। অনেকেই তাকে দেখেছিলো পোশাক বদল করতে, কিন্তু তারা ভেবেছিলেন হয়তো কোন স্টান্টম্যান হবে। দরজা দিয়ে ঢোকার পর, সাধারন দর্শকেরা তা ই ভেবেছিলো, কিন্তু না, একটু পর টিয়ার গ্যাস মেরে পুরো হল রুম ধোয়ায় ঢেকে দিয়ে এলোপাথারি গুলি শুরু করে হোমস। ঘটনার কিছুক্ষন পর পুলিশ তাকে গ্রেপ্তার করে শুটিং কমপ্লেক্সের কাছেই। অরক্ষিত অবস্থায়।

অনেকটা নিজেই পুলিশের কাছে নিজেকে সপে দেয় হোমস। গ্রেপ্তার করার সময় তার চুলে কমলা রঙ করা ছিলো আর নিজেকে তিনি জোকার (ব্যাটম্যানের ভিলেন) হিসেবে পরিচয় দিচ্ছিলেন। উল্লেখ্য তার গায়ে ব্যাটম্যানের জোকারের মতো কালো একটা গাউন ছিলো। এই ছিলো ঘটনা। এবার আসুন দেখি কিভাবে এই ঘটনার প্রেডিক্ট করেছিলো ইলুমিনাতি গেইম কার্ডঃ নিচের ছবিতে দেখুন, কিছুটা মিল দেখা যায় কিনা।

এমনকি কার্ডে যে ঝাকরা চুলের লোকটাকে দেখা যাচ্ছে তার সাথে হোমসের অনেকটাই মিল আছে। অরোরা শপিং মলের মতোই একটা বিল্ডিং দেখা যাচ্ছে কার্ডের ছবিতেও। হোমস গ্রেপ্তারের পর । নিজেকে জোকার বলে পরিচয় দেয়ার কারনঃ অনেক কন্সপিরেসী থিওরিস্ট এটাকে মাইন্ড কন্ট্রোলের ফসল বলে দাবী করে। যারা কল অফ ডিওটি – ব্ল্যাক অপস খেলেছেন তারা জানেন মাইন্ড কন্ট্রোল কি।

তবুও যারা জানেনা তাদের জন্য শুধু বলছি , মাইন্ড কন্টল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কিছু লোক নিজের উদ্দেশ্য হাসিলের জন্য অন্য কোন মানুষ এর মানসিক অবস্থাকে নিয়ন্ত্রন করে বা বদলিয়ে তাকে ব্যাবহার করে। তার মানসিক অবস্থা অনেক ভাবেই বদলানো যায় যেমন ব্রেন ওয়াশিং পদ্ধতি, জোর করে বা বল পূর্বক, মানসিক অত্যাচারের মাধ্যমে, রাসায়নিক পদার্থের মাধ্যমে, যেমন বিভিন্ন ম্যান্টিসাইড ব্যাবহার করে মানুষের মূল্যবোধের অবক্ষয় সাধন করে, নেশার মাধ্যমে কিংবা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। বা লেজার এর সাহায্যে। ফিজিওলজিক্যাল ম্যানিপুলেশান হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এর মাধ্যমে মানুষের সামাজিক দৃষ্টি ভঙ্গি পালটে ফেলা হয়, সে হয়ে উঠে নিষ্ঠুর।

উদাহরন স্বরুপ, জন এফ কেনেডির হত্যাকারী ছিলেন একজন মার্কিন নৌবাহিনীর সদস্য (কল অফ ডিওটি ব্লাক অপস গেইমে এটা আছে) যাকে মাইন্ড কন্ট্রোল করে কেনেডিকে হত্যা করতে রাজী করানো হয়। মার্কীনিরা বলে থাকে এটা রাশিয়ানদের কাজ, অনেকের মতে, আমেরিকায় কেনেডির রাজনৈতিক প্রতিপক্ষরাও এটা করে থাকতে পারে। অরবিটাল মাইন্ড কোন্টল নিয়ে আরেকদিন বলবো। এখান একটা বিষয় খেয়াল রাখতে হবে, গেম কার্ডটা ১৯৯৫ সালে রিলিজ হয়। *** আল আমারজা (কার্ডের নাম) স্প্যানিশ উচ্চারন আল আমারাহ একটা কল্প কাহিনীর শহর বা দ্বীপ, স্পেনের একটা ছড়ায় এটার নাম দেয়া হয়।

কার্ডের নাম কেনো এমন দেয়া হয়েছে জানিনা । হতে পারে এটা দ্বারা এরকম বোঝানো হয়েছে যে কল্প কাহিনীতে উদ্ভুদ্ধ হয়ে কিছু একটা ঘটতে পারে। কারন কার্ডের ণীচে কোস্টাল, এবং উইয়ার্ড লেখা আছে সে সাথে লেখা আছে ন্যাশন, অর্থাৎ, কল্প বিজ্ঞানে উতসাহী কেউ একজন জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। Smith & Wesson M&P15 দাম ১১৬৯ থেকে ২২২৪ ডলার Remington Model 870 দাম একটা শটগান, দাম সঠিক জানিনা Glock pistol ২২ এবং ২৩ দুইটা মডেলের ,দাম জানিনা হ্যান্ড গ্রেনেড টিয়ার গ্যাস হেলমেট গ্লভস গলার মাস্ক বুলেট প্রুফ বুলেট প্রুফ জ্যাকেট অর্থাৎ অনেকটা জাজারনাটের পোশাকের মতো প্রশ্ন হচ্ছে এতো টাকা সে পেলো কোথায়? নিশ্চয় কোন ভালো স্পন্সর আছে এর পেছনে অথবা হতে পারে স্টুডিও এর ব্যাবসায়িক প্রতিযোগীতা কমাতে করা হয়েছিলো এই ষড়যন্ত্র। [img|http://ciu.somewherein.net/ciu/image/23950/small/?token_id=3dda22cd3e6f8ab0aeacc9516deba0bc এই কার্ডটি দেখুন, লোকটার চোখ বড় হয়ে আছে, উন্মাদের মতো টিভিতে কিছু একটা দেখছে আর পেছনে কিছু বাদুড় দেখা যাচ্ছে, বাদুড়গুলো একটা অস্ত্র লোকটাইর মাথার দিকে তাক করে আছে।

বাদুড়ের রঙ আর হত্যাকারী এর চুলের রঙ প্রায় এক। কার্ডের নীচে ইংরেজীতে লেখাটার বাংলা অর্থ হচ্ছে কার্ডটি খেলুন যে কোন সময়ে কোন মিডিয়া গ্রুপকে ব্যার্থ ভাবে আক্রম করতে, আক্রমনের পর আক্রমনকারীকে শেষ করে দেয়া হবে। এবার আসুন দিখি কিকি অস্ত্র ব্যাবহার করা হয়েছিলো গনহত্যায়। এই ছবি থেকে মাইন্ড কোন্ট্রোলের একটা ইঙ্গিত পাওয়া যায়,  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.